দন্ডের তাপমাত্রা ফারেনহাইট স্কেলে নির্ণয় কর। ইতোমধ্যে পঞ্চম অ্যাসাইনমেন্ট এর প্রশ্ন প্রকাশিত হয়েছে। পঞ্চম অ্যাসাইনমেন্টে বিজ্ঞান গণিত ও ধর্ম বিষয়ের জন্য প্রশ্ন প্রকাশিত হয়েছে।
এখানে সপ্তম শ্রেণির বিজ্ঞান বিষয়ের নবম অধ্যায়ের তাপ ও তাপমাত্রা, আদ্রতা ও বায়ু চাপের উপর তাপমাত্রার প্রভাব, তাপমাত্রার পরিমাপ ও তাপ সঞ্চালন বিষয়ে প্রশ্ন করা হয়েছে।
সপ্তম শ্রেণীর ৫ম অ্যাসাইনমেন্টের প্রথম প্রশ্ন হলঃ
গ) দন্ডের তাপমাত্রা ফারেনহাইট স্কেলে নির্ণয় কর।
উত্তর: দণ্ডের তাপমাত্রা ফারেনহাইট স্কেলে নির্ণয় –
দেয়া আছে দন্ডের তাপমাত্রা ৫০ ডিগ্রি সেলসিয়াস।
সেলসিয়াস স্কেলে তাপমাত্রা জানা থাকলে আমরা তাকে ফারেনহাইট স্কেলে রূপান্তর করতে পারি।
আমরা জানি,
C/5 = (F-32)/9 ; যেখানে C হলো সেলসিয়াস স্কেলে তাপমাত্রা এবং F হলো ফারেনহাইট স্কেলে তাপমাত্রা।
এখন,
৫০/৫ = (F-৩২)/৯
বা, (F-৩২)/৯ = ১০
বা, F-৩২ = ৯০
বা, F = ৯০+৩২
বা, F = ১১২ ডিগ্রী ফারেনহাইট.
অর্থাৎ ফারেনহাইট স্কেলে দণ্ডের তাপমাত্রা ১১২ ডিগ্রী ফারেনহাইট
Facebook Comments