Bd এর পূর্ণরূপ কি

Bd এর পূর্ণরূপ কি

বিডি শব্দটি মূলত যে সকল ক্ষেত্রে ব্যবহার করা হয় সকল ক্ষেত্রগুলো নিয়ে আপনাদের সামনে একটি পূর্ণাঙ্গ আলোচনা থাকছে। আমাদের আজকের প্রবন্ধের মাধ্যমে BD শব্দ দ্বারা মূলত বাংলাদেশ বুঝানো হয়। আপনারা জানেন যে, প্রত্যেকটি দেশের আলাদা আলাদা কোড নেম রয়েছে। এমনকি প্রত্যেকটি প্রতিষ্ঠানের আলাদা আলাদা code name রয়েছে। আবার প্রত্যেকটি দেশের ওয়েবসাইটের আলাদা আলাদা code name রয়েছে। সে সকল code name গুলো ওয়েবসাইট ক্রিয়েট করার সময় ডোমেইন এবং হোস্টিং প্রদানের ক্ষেত্রে ব্যবহার করা হয়।

ডোমেইন হিসেবে bd. ব্যবহার করা হয়। আপনারা অনেকেই হয়তো এই শব্দের সাথে পরিচিত রয়েছেন। তবে bd শব্দ দ্বারা আরো অনেক কিছু উল্লেখ করা হয় সে সকল বিষয়গুলো আমরা আজকে পূর্ণাঙ্গভাবে আপনাদের সামনে উপস্থাপন করার চেষ্টা করছি। এজন্যই বলতে চাই যে, আপনি যদি আমাদের এই প্রবন্ধটি মনোযোগ সহকারে পড়েন তাহলে বিডি শব্দ দ্বারা যে সকল বিষয়গুলো উল্লেখ করা সম্ভব আসলে যে সকল বিষয়গুলো আপনার জানার প্রয়োজন সে সকল বিষয়গুলো সম্পূর্ণরূপে আপনি এই প্রবন্ধের মাধ্যমেই জেনে নিতে পারবেন।

আপনারা যারা নিয়মিত আমাদের প্রবন্ধ গুলো পড়েন তারা জানেন যে, আমরা প্রতিনিয়ত নতুন বিষয়গুলো নিয়ে আলোচনা করছি। তবে প্রয়োজনের দিকে চিন্তা করে আমরা পুরাতন অনেক বিষয়গুলো নিয়েও আলোচনা করছি। আজকে আমরা যেটি আলোচনা করছি সেটি নতুন বা পুরাতন বলার অপেক্ষা রাখে না যে কোন সময় যেকোন স্থানে আমরা এসকল বিষয়গুলো ব্যবহার করে থাকি।

BD এর পূর্ণরূপ:- Bangladesh

বিডি এর পূর্ণরূপ কি

বিডি দ্বারা মূলত বাংলাদেশি ডোমেইন গুলো বুঝানো হয়। এই যদি কেউ ব্যবহার করতে চায় তবে তাকে বাংলাদেশী ওয়েবসাইট হিসেবে ব্যবহার করতে হবে। তবে অন্যান্য দেশের ওয়েবসাইট ব্যবহার ক্ষেত্রে যেমন: আমাদের পার্শ্ববর্তী দেশ ভারতে ওয়েবসাইট যদি আপনি ব্যবহার করতে চান তাহলে আপনাকে ডোমেন হিসেবে ডট ইন (.in) ব্যবহার করতে হবে। আবার অন্যান্য দেশের ডোমেইন ব্যবহার করতে হলে আপনাকে সেই দেশের সংক্ষিপ্ত রূপ হিসেবে দুইটি অক্ষর বা তিনটি অক্ষর ব্যবহার করতে হবে।

সেই দিক থেকেই বাংলাদেশের ডোমেন্ডগুলো ব্যবহার করতে হলে আপনাকে BD ব্যবহার করতে হয়। এছাড়াও bd শব্দ দ্বারা আরো অনেক ধরনের নাম বোঝানো হয় সে সকল নাম গুলো নিয়ে আজকে আমরা নিচে আপনাদের সামনে আলোচনা করব। এছাড়াও যদি আপনার আরো কিছু জানার প্রয়োজন হয় তাহলে সেগুলো আমাদেরকে জানাতে পারেন। আর তাহলে আমরা চেষ্টা করব সে সকল বিষয়গুলো আপনাকে সঠিকভাবে জানিয়ে দেওয়ার।

BD এর যে সকল পুনরূপ গুলো প্রচলিত রয়েছে:-
● Broadcast Domain
● Background Debug
● Bank Deposit
● Black Diamond
● Business Development
● Bank Draft
● Binary Decoder

উপরে উল্লেখিত পুনরূপ গুলো ছাড়াও আরো অনেক পূর্ণরূপ রয়েছে যে সকল পূর্ণরূপ গুলো BD এর সাথে সম্পর্কিত। বিডি এর সাথে সম্পর্কিত আরো অনেক পূর্ণরূপ আপনি অনেক ধরনের ওয়েবসাইটে পাবেন। তবে আমরা যে সকল পুনরূপ গুলো আপনাদের সামনে উপস্থাপন করেছি সেই সকল পুনরূপ গুলো বিভিন্ন ক্ষেত্রে বিভিন্নভাবে ব্যবহার হয়ে থাকে। এজন্য এগুলো বহুল পরিচিত এবং বহুল ব্যবহৃত। এ সকল পূর্ণরূপ গুলো ছাড়াও যদি আপনার আরো কিছু জানার প্রয়োজন হয় তাহলে নিচের কমেন্ট বক্সের মাধ্যমে আপনি কমেন্ট করে আমাদেরকে জানাতে পারেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Notun Sokaal