hiv (এইচআইভি) এর পূর্ণরূপ কি

এইচআইভি হলো একটি ভাইরাসের নাম। যা এইডস রোগের কারণ। আপনি কি এই এইচআইভি সম্পর্কে বিস্তারিত জানতে চাচ্ছেন বা এইচআইভি এর পূর্ণরূপ কি তা খোঁজ করছেন? তাহলে আপনি এই আর্টিকেলটিতে এসে ঠিক করেছেন এবং এই আর্টিকেলটি থেকে আপনি উপকৃত হবেন বলে আশা করছি। আমাদের আজকের আর্টিকেলটি এইচআইভি সম্পর্কে লেখা হয়েছে। এখান থেকে আপনি এইচআইভি সম্পর্কে বিস্তারিত জানতে পারবেন। তাহলে আর দেরি না করে চলুন শুরু করা যাক।

এইটা সাধারণ কোন অসুখের নাম নয়, এটি একটি ভাইরাসজনিত অসুখ এবং এইডস রোগটি ছড়ায় এইচআইভি ভাইরাসের দ্বারা। তবে এইচআইভি বা এইডস রোগটা আসলে কোন সংক্রামক রোগ নয়। এইচআইভি রোগের দ্বারা আক্রান্ত ব্যক্তির সাথে মিশলে বা ঘোরাফেরা করলে বা একই সাথে খাবার গ্রহণ করলে কখনো এইচআইভি তার উপর ছড়ায় না।

তবে এই টাইপের ভাইরাস জীবাণু বহনকারী ব্যক্তির রক্ত যদি অন্যান্য ব্যক্তির শরীরে দেওয়া হয় বা সুস্থ শরীরে দেয়া হয় তাহলে সেই ব্যক্তির এইডস হতে পারে। আবার এইচআইভি আক্রান্ত কোন ব্যক্তির সাথে যদি শারীরিক কোন সম্পর্ক স্থাপন করা হয় তাহলে তারও এই রোগটি হতে পারে বা কোন মায়ের যদি এইচআইভি রোগ থাকে এবং সন্তান যদি তার দুধ পান করে তাহলেও সেই সন্তানের এইচআইভি হতে পারে।

আবার এইচআইভি রোগে আক্রান্ত ব্যক্তি যদি মাদকাসক্ত হয় এবং সে যে সিরিজ ব্যবহার করে মাদক গ্রহণ করছে সেই সিরিজ যদি কোন সুস্থ ব্যক্তি ব্যবহার করে তাহলে তারও এইডস রোগটি হতে পারে। এজন্য এই বিষয়গুলো থেকে বিরত থাকতে হবে এবং মাদকদ্রব্য গ্রহণ থেকেও বিরত থাকা জরুরি। কারণ কেউ জানেনা যে কার কি ধরনের শরীরের জীবাণু রয়েছে। এই বিষয়টি ভেবে মাদক থেকে বিরত থাকতে হবে এবং এই ধরনের কাজগুলো থেকে বিরক্ত থাকতে হবে। তাহলে এইডস রোগটির ঝুঁকি অনেকটা কমে যাবে।

এইডস রোগে আক্রান্ত ব্যক্তির সাথে সাথেই কোন প্রতিক্রিয়া বা লক্ষণ প্রকাশ পায় না, এই লক্ষণটি প্রকাশ পেতে দেরি হয় এবং এই রোগটি হলে যে কয়েকদিনের মধ্যে মৃত্যু হবে এমন টাও নয়। এ রোগ হলে একটি রোগী অনেকদিন বেঁচে থাকতে পারে বা অনেক বছর বেঁচে থাকতে পারে রোগটির জীবাণু বহন করেও। তাছাড়া এইচআইভি কোন সংক্রামক জীবাণু বা রোগ নয় আর আক্রান্ত ব্যক্তির হাঁচি, কাশি বা স্বাভাবিক মেলামেলার মাধ্যমেও ছড়ায় না। তাই আক্রান্ত ব্যক্তির সাথে মানবিক ব্যবহার করা দরকার এবং তার থেকে দূরে দূরে অবস্থান নেওয়ার কোন প্রয়োজন নেই।

HIV এর পূর্ণরূপ হচ্ছে Human Immunodeficiency Virus. (হিউম্যান ইমিউনো ডেফিশিয়েন্সি ভাইরাস) বা মানব প্রতিরক্ষা অভাবসৃষ্টিকারী ভাইরাস বা লেন্টিভাইরাস (Lentivirus) গোত্রের অন্তর্গত এক ধরনের ভাইরাস যার সংক্রমণে মানবদেহে এইডস (AIDS) রোগের সৃষ্টি হয়। এইচআইভি ভাইরাস আক্রান্ত ব্যক্তির অর্থাৎ এইডস রোগের প্রতিষেধক এখনো আবিষ্কৃত হয়নি।

তবুও যদি ডক্টরের পরামর্শ অনুযায়ী জীবন যাপন করা যায় এবং সতর্কতার সাথে জীবন যাপন করা যায়, তাহলে এইডস রুগীও অনেকদিন বেঁচে থাকতে পারে। তাই অবশ্যই ডক্টরের পরামর্শ নিয়ে চলতে হবে। আর স্বাভাবিক জীবন যাপন করার চেষ্টা করতে হবে। আর রোগীর সাথে অবশ্যই মানবিক ব্যবহার করতে হবে এবং পরিবারের সকল সদস্যদের মানবিক ব্যবহারই তাকে অনেকটা ভালো রাখতে পারবে।