Undp এর পূর্ণরূপ কি

জাতিসংঘ উন্নয়ন কর্মসূচি বা undp জাতিসংঘের একটি সাধারণ পরিষদ এর সহায়ক সংস্থা। যা ১৯৬৫ সালের ২২ শে নভেম্বর সাধারণ পরিষদ এর একটি সাধারণ সভা থেকে উত্থান ঘটে। এটি উন্নয়নশীল দেশ সমূহে সম্পদের পরিকল্পিত ব্যবহার এবং সম্পদের আহরণে সহায়তা করে। প্রয়োজনীয় ক্ষেত্রে সংস্থা আর্থিক সহায়তা প্রদান করে। যে সকল দেশগুলো উন্নয়নশীলতার দিকে এগোচ্ছে সে সকল দেশগুলোতে যদি কোন অর্থ সহায়তার প্রয়োজন হয়।

তবে এই সংস্থাটি তাদেরকে অর্থ সহায়তা করে UNDP বিশ্বের বিভিন্ন দেশে অর্থাৎ যে সকল দেশগুলো জাতিসংঘ এর সদস্য পদ পেয়েছে। জাতিসংঘের সদস্য রয়েছে সেই সকল দেশগুলোতে কাজ করে। জাতিসংঘের নিয়ম অনুযায়ী যতটুকু অর্থ সামাজিক উন্নয়নে ভূমিকা পালন করা যায় ততটুকু ভূমিকা পালন করা হয়। undp যখন প্রতিষ্ঠিত হয় তখন অর্থাৎ ২২শে নভেম্বর ১৯৬৫ সালে সম্প্রীতি সম্প্রসারিত কারিগরি সহায়তার প্রোগ্রাম এবং বিশেষ তহবিলের সাথে এটির একটি একত্রিত মনোভাব ছিল। পরবর্তীতে তাদের একাগ্রতা একটি আলাদাই তহবিল সৃষ্টি করা হয়।

যার সাহায্যে ইউএনডিপি বিশ্বের বিভিন্ন দেশে অর্থ সহায়তা প্রদান করে। এছাড়াও UNDP আরও বেশ কয়েকটি সংস্থার সাথে জড়িত। সেই সকল সংস্থা থেকেও তারা তাদের আর্থসামাজিক উন্নয়নের কর্মকাণ্ডগুলো হাতে রেখেছে। আজকে আমরা আপনাদের সামনে ইউএনডিপি এর বিস্তারিত সম্পর্কে জানতে এই প্রবন্ধটি সাজিয়েছি। আপনি যদি এই প্রবন্ধটি শুরু থেকে শেষ পর্যন্ত মনোযোগ সহকারে পড়ে থাকেন। তাহলে UNDP এর পূর্ণরূপসহ কোন কোন কাজগুলো করে, undp এর মূল কাজ কি এরকম সকল বিষয়গুলো জেনে নিতে পারবেন।

UNDP ইউএনডিপি এর পূর্ণরূপ:- United Nations Development Program

ইউএনডিপি এর পূর্ণরূপ কি

ইউএনডিপি যত ধরনের কাজ করে জাতিসংঘের অন্য কোন উন্নয়নমূলক অবস্থা এতটা কাজ করে না। কেননা আমরা দেখি যে UNDP আমাদের দেশেও তাদের কার্যক্রম গুলো চলমান রেখেছে। আমাদের দেশ যদি কোন সমস্যার সম্মুখীন হয় তবে যদি জাতিসংঘের এই সংস্থা অর্থাৎ ইউএনডিপির কাছে কোন ধরনের সহায়তা চায়। তখনই সেই সংস্থাটি অর্থাৎ আমাদের দেশের সাহায্য সহযোগিতা করতে তাদের সহযোগিতার হাত বাড়িয়ে দেন।

UNDP যাতে একইভাবে তাদের পরবর্তী কার্যক্রম গুলো চলমান রাখতে পারে সেই দিকে দৃষ্টি রেখে জাতিসংঘ তাদেরকে নির্দেশনা দিচ্ছে। জাতিসংঘ নির্দেশনা দিচ্ছে যে undp যদি কোন ধরনের সমস্যার সম্মুখীন হয় তাহলে অবশ্যই যেন জাতিসংঘ তথা বিশ্ব বাজারের কাছে বিশ্ব নেতাদের কাছে তাদের সমস্যার কথা উল্লেখ করতে পারে। এরকম একটি আইন্না তৈরি করা হয়েছে সব ধরনের সুযোগ সুবিধা প্রদান করতে বলা হয়েছে।

শুধুমাত্র একটি দেশের জনসংখ্যা বা সামাজিক নিরাপত্তার জন্য নয় তাদের আর অর্থনৈতিক অনেক কর্মকান্ডে UNDP এর ভূমিকা করতে হয়। আপনি যদি আমাদের দেশের একজন প্রকৃত নাগরিক হয়ে থাকেন তাহলে আপনিও জানেন যে, ইউএনডিপি আমাদের দেশে মানুষের উন্নয়নমূলক কর্মকান্ডে কতটা সাহায্য করে থাকে। এই সকল সাহায্য গুলো আমরা কোনভাবেই ভুলবো না। দেশের বিভিন্ন স্তরে বিভিন্ন ভাবে UNDP আমাদেরকে সহযোগিতা করছে। এই সহযোগিতা আমরা চাই ভবিষ্যতে চলমান থাকবে। ভবিষ্যতে যে কোন কর্মকাণ্ড যাতে আমরা ইউএনডিপিকে আমাদের কাজে পাই এবং আমাদের পাশে পাই সেই আশায় আমরা সকলের কাছে ব্যক্ত করছি।