ইতোমধ্যে পঞ্চম অ্যাসাইনমেন্ট এর প্রশ্ন প্রকাশিত হয়েছে। পঞ্চম অ্যাসাইনমেন্টে বিজ্ঞান গণিত ও ধর্ম বিষয়ের জন্য প্রশ্ন প্রকাশিত হয়েছে।
এখানে সপ্তম শ্রেণির বিজ্ঞান বিষয়ের নবম অধ্যায়ের তাপ ও তাপমাত্রা, আদ্রতা ও বায়ু চাপের উপর তাপমাত্রার প্রভাব, তাপমাত্রার পরিমাপ ও তাপ সঞ্চালন বিষয়ে প্রশ্ন করা হয়েছে।
সপ্তম শ্রেণীর ৫ম অ্যাসাইনমেন্টের প্রথম
প্রশ্ন হলঃ ঘ) উদ্দীপকের আলােকে বস্তুতে কোন পদ্ধতিতে তাপ সঞ্চালিত হয়েছে? বিশ্লেষণ কর;
উত্তর: উদ্দীপকের আলোকে বস্তুতে পরিবহন পদ্ধতিতে তাপ সঞ্চালিত হয়েছে বিশ্লেষণ করা হলো –
তাপ বেশি তাপমাত্রা স্থান থেকে কম তাপমাত্রা স্থানে যেতে পারে। তাপের স্থান পরিবর্তন কে তাপ সঞ্চালন বলে।
তাপ সঞ্চালন তিনভাবে হয়- পরিবহন, পরিচলন ও বিকিরণ।
পরিবহন পদ্ধতিতে কঠিন পদার্থে তাপ সঞ্চালিত হয়।
আমরা জানি, কঠিন পদার্থের কণাগুলোর নিজেরা স্থান পরিবর্তন করতে পারে না। তারা কেবল নিজেদের স্থানে থেকে দোল খেতে পারে। কঠিন পদার্থের গরম কণাগুলোর দোল খেয়ে পাশের ঠান্ডা কণাকে তাপ দিয়ে দেয়।
পাশের ঠান্ডা কণাটি গরম হয়ে তার পাশের ঠান্ডা কণাকে তাপ দেয়। এভাবে কণাগুলো নিজেরা স্থান পরিবর্তন না করে তাপকে গরম প্রান্ত থেকে ঠান্ডা প্রান্তে নিয়ে যায়।
লোহা একটি কঠিন পদার্থ যেটি অতি দ্রুত তাপ পরিবহন করে। লোহার দন্ডের এক প্রান্ত তাপের সংস্পর্শে রাখলে, তাপ পরিবহন প্রক্রিয়ায় অন্যপ্রান্তও গরম হয়ে যায়।
এক্ষেত্রে লোহার দন্ডের কণাগুলো নিজেদের স্থান পরিবর্তন না করে দোল খেতে থাকে। ফলে পাশের কণাগুলো তাপ গ্রহণ করে এবং গরম হয়ে যায়।
তাই বলা যায়, উদ্দীপকের বস্তুতে তাপ পরিবহন পদ্ধতিতে তাপ সঞ্চালিত হয়েছে।
Facebook Comments