Degree 1st Year Economics Suggestion

Degree 1st Year Economics Suggestion 2023 Pdf Download

Degree 1st year economics suggestion 2023

অর্থনীতি প্রথম পত্র
ব্যষ্টিক অর্থনীতি (micro economics)

অতি  সংক্ষিপ্ত প্রশ্নাবলী

প্রশ্ন অর্থনীতি কি?
উত্তর অর্থনীতি এমন একটি সামাজিক বিজ্ঞান যা মানুষের অসীম অভাব ও বিকল্প ব্যবহারযোগ্য সীমিত সম্পদের মধ্যে সমন্বয় সাধনের কার্যাবলী নিয়ে আলোচনা করে

প্রশ্ন কে বলেছেন ‘অর্থনীতি হলো সম্পদের বিজ্ঞান এবং ইহা জাতিসমূহের সম্পদের কারণ ও প্রকৃতি অনুসন্ধান করে’?
উত্তর অ্যাডাম স্মিথ

প্রশ্ন অর্থনৈতিক দক্ষতা কি
উত্তর জনগণের অসীম অভাব ও প্রয়োজন মেটানোর জন্য সীমিত সম্পদকে কতটা সর্বোত্তমভাবে ব্যবহার করা যায় তাকে অর্থনৈতিক দক্ষতা বলে

প্রশ্ন চাহিদা কি অথবা অর্থনীতিতে চাহিদা বলতে কি বুঝায়?
উত্তর কোন নির্দিষ্ট সময়ে একটি নির্দিষ্ট দামে একজন ক্রেতা কোন পণ্য যে পরিমাণ ক্রয় করতে ইচ্ছা পোষণ করে তাকে চাহিদা বলে

প্রশ্ন পরিপূরক দ্রব্য কাকে বলে?
উত্তর একটি দ্রব্য ব্যবহার করতে যদি অন্য একটি দ্রব্য প্রয়োজন পড়ে তবে তাদের সম্পর্ককে পরিপূর্ণ দ্রব্য বলে

প্রশ্ন চিনি ও চা কোন ধরনের দ্রব্য
উত্তর পরিপূরক দ্রব্য

প্রশ্ন Laisseze fair শব্দের অর্থ কি?
উত্তর ব্যক্তিস্বাতন্ত্র্যবাদ

প্রশ্ন চলক বলতে কি বুঝ?
উত্তর গাণিতিক প্রক্রিয়ায় যা কিছুর মান পরিবর্তনশীল থাকে সাধারণত চলক বলে

প্রশ্ন উপযোগ কি?
উত্তর কোন দ্রব্য মধ্যে মানুষের অভাব পূরণের যে ক্ষমতা থাকে তাকে উপযোগ বলে

প্রশ্ন পর্যায়গত উপযোগ কাকে বলে?
উত্তর প্রথম দ্বিতীয় ও তৃতীয় এরকম সংখ্যা দ্বারা উপযোগ পরিমাপ করা হলে তাকে পর্যায়গত উপযোগ বলে

প্রশ্ন নিকৃষ্ট দ্রব্য কাকে বলে?
উত্তর ভোক্তার আয় বাড়লে যে দ্রব্য চাহিদার পরিমাণ পূর্বের চেয়ে কমে যায় সে দ্রব্যকে নিকৃষ্ট দ্রব্য বলে

প্রশ্ন MRS এর পূর্ণরূপ কি?
উত্তর marginal rate of substitution.

প্রশ্ন উৎপাদনের উপকরণ কি?
প্রশ্ন যে দ্রব্য উৎপাদন করতে যে সকল উপকরণ দরকার হয় তাকে উৎপাদনের উপকরণ বা উপকরণ বলে

প্রশ্ন প্রান্তিক কারিগরি পরিবর্তনের হার(MRTS) কি?
উত্তর উৎপাদনের পরিমাণ অপরিবর্তিত রেখে একটি উপাদানের নিয়োগ বৃদ্ধি করতে গেলে অপর উপাদানটির নিয়োগ যে পরিমাণ হ্রাস করতে হয় তাকে উপাদান দুটির প্রান্তিক কারিগরি পরিবর্তনের হার বলে

প্রশ্ন উৎপাদন বন্ধের বিন্দু বলতে কী বোঝো?
উত্তর যে বিন্দুতে ফার্মের AVC উঠে আসে কিন্তু AFC উঠে আসে না সেই বিন্দুকে Shut down point বা উৎপাদন বন্ধের বিন্দু বলে

প্রশ্ন স্বাভাবিক মুনাফা কি অথবা শূন্য মুনাফা কি?
উত্তর যে ন্যূনতম পারিশ্রমিক উদ্যোক্তাকে না দিলে তাকে উৎপাদন কাজে নিয়োজিত রাখা সম্ভব নয় তাকে স্বাভাবিক মুনাফা বলে

প্রশ্ন ফার্ম কি?
উত্তর কোন পণ্য উৎপাদনকারী একটি প্রতিষ্ঠানকে ফার্ম বলে

প্রশ্ন কোন বাজারে যোগান রেখা নেই?
উত্তর একচেটিয়া বাজারে

প্রশ্ন বিজ্ঞাপন খরচ কি?
উত্তর পণ্য বিজ্ঞাপন প্রচারের জন্য একটি ফার্মগেট যে ব্যয় নির্বাহ করতে হয় তাকে বিজ্ঞাপন খরচ বলে

প্রশ্ন নীট সুদ কাকে বলে?
উত্তর কেবল মূলধন ব্যবহারের জন্য তার মালিককে যে অর্থ দেওয়া হয় তাকে নীট সুদ বলে

প্রশ্ন নিম খাজনা বলতে কি বুঝ?
উত্তর স্বল্পকালে শ্রমিকের শ্রমের মূল্য তার যে যত বেশি পরিমাণ সে আয় করে তাকে নিম খাজনা বলে।

ডিগ্রি ১ম বর্ষ অর্থনীতি সাজেশন ২০২৩

খ বিভাগ সংক্ষিপ্ত প্রশ্নাবলী

প্রশ্ন অর্থনৈতিক উন্নয়ন ও প্রবৃদ্ধির মধ্যে পার্থক্য লিখ?
প্রশ্ন ব্যষ্টিক ও সামষ্টিক অর্থনীতির মধ্যে পার্থক্য লিখ?
প্রশ্ন চাহিদারেখা বাম থেকে ডান দিকে নিম্নগামী হয় কেন?
প্রশ্ন সমপ্রান্তিক উপযোগ বিধি কি?
প্রশ্ন নিরপেক্ষ রেখা কি?
প্রশ্ন সম উৎপাদন রেখার বৈশিষ্ট্যসমূহ আলোচনা করো?
প্রশ্ন সম উৎপাদন ও নিরপেক্ষ রেখার মধ্যে পার্থক্য নির্দেশ কর?
প্রশ্ন গড় খরচ এবং প্রান্তিক খরচের মধ্যে পার্থক্য নির্ণয় করো?
প্রশ্ন পূর্ণ প্রতিযোগিতামূলক বাজারের বৈশিষ্ট্য সমূহ উল্লেখ করো?
প্রশ্ন অলিগোপলি বাজার বলতে কী বোঝো?
প্রশ্ন খাজনা ও নিম খাজনার মধ্যে পার্থক্য দেখাও?
প্রশ্ন মোট সুদ ও নীট সুদের মধ্যে পার্থক্য লিখ?
প্রশ্ন মোট মুনাফা ও নীট মুনাফার মধ্যে পার্থক্য লিখ?

গ-বিভাগ রচনামূলক প্রশ্নাবলী
প্রশ্ন ধনতান্ত্রিক বা পুঁজিবাদী অর্থনৈতিক ব্যবস্থার বৈশিষ্ট্য সমূহ বর্ণনা কর?
প্রশ্ন যোগান রেখার সাহায্যে বাজার ভারসাম্য ব্যাখ্যা করো
প্রশ্ন চাহিদার সম্প্রসারণ ও সংকোচন এবং চাহিদার হ্রাস বৃদ্ধির মধ্যে পার্থক্য নির্দেশ কর?
প্রশ্ন মোট উপযোগ ও প্রান্তিক উপযোগের মধ্যে পার্থক্য কি কি?
প্রশ্ন নিরপেক্ষ রেখা বিশ্লেষণ এর সাহায্যে ভোক্তার ভারসাম্য ব্যাখ্যা করো?
প্রশ্ন সম উৎপাদন রেখার সাহায্যে উৎপাদকের ভারসাম্য বিশ্লেষণ করো?
প্রশ্ন দীর্ঘকালীন গড় খরচ রেখা কে এনভেলাপ রেখা বলা হয় কেন?
প্রশ্ন স্বল্পকালীন গড় ব্যয় রেখা U আকৃতির হয় কেন?
প্রশ্ন পূর্ণ প্রতিযোগিতামূলক বাজার কাকে বলে? পূর্ণ প্রতিযোগিতামূলক বাজারে একটি ফার্মের স্বল্পকালীন ভারসাম্য রেখাচিত্রের সাহায্যে ব্যাখ্যা করো
প্রশ্ন বিশুদ্ধ অলিগোপলি ও পৃথকীকৃত অলিগোপলি ধারণাগুলো ব্যাখ্যা করো?
প্রশ্ন বন্টনের প্রান্তিক উৎপাদনশীলতা তত্ত্বের সীমাবদ্ধতা সমূহ আলোচনা করো?
প্রশ্ন মজুরি কি? আর্থিক মজুরি ও প্রকৃত মজুরির মধ্যে পার্থক্য নির্দেশ কর?

4 comments

  1. Vai ami 1subject a fail mone kore register korchilam,akn admit card a improve asce,,,akn porikkha na dile ki prblm hobe,,,naki sey ager result tai dora hobe.
    PLS.JANABEN

  2. ATA ke NU degree 1st year naki DU degree 1st year.plz janale buja jaeto.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Notun Sokaal