degree 1st year history suggestion 2023
Degree 1st Year History suggestion 2023(ইতিহাস সাজেশন্স)
Here is the 100% common Degree first Year History Suggestion 2023. We hope you will benefit from it. We try to make this suggestion easier for you.
ইতিহাস প্রথম পত্র
বাংলার ইতিহাস (প্রাচীন কাল থেকে ১২০৪ পর্যন্ত)
১. প্রশ্ন বঙ্গ নামের উল্লেখ পাওয়া যায় সর্বপ্রথম কোন গ্রন্থে
উত্তর সর্বপ্রথম বঙ্গ নামের উল্লেখ পাওয়া যায় ঋগ্বেদের ঐতরেয় আরণ্যক গ্রন্থে
২. প্রশ্ন বাংলার জলবায়ু সাধারণত কোন প্রকৃতির?
উত্তর ক্রান্তীয় মৌসুমী জলবায়ু
৩. প্রশ্ন জনপদ কি?
উত্তর প্রাচীন বাংলার খন্ডিত অংশের নাম জনপদ
৪. প্রশ্ন প্রাচীন পুন্ড্র নগরের অবস্থান কোথায়?
প্রাচীন পুন্ড্র নগরের বর্তমান অবস্থান হচ্ছে বগুড়া শহরের উপকণ্ঠে
৫. প্রশ্ন পুন্ড্র রাজার ঢিবি কোথায় অবস্থিত?
উত্তর পুন্ড্র নগর বগুড়া জেলার মহাস্থানগড়ে অবস্থিত
৬. প্রশ্ন কৌটিল্য কোন গ্রন্থ রচনা করেন?
কৌটিল্য অস্ত্রশস্ত্র নামক গ্রন্থ রচনা করেন
৭. প্রশ্ন উয়ারী বটেশ্বর কোন জেলায় অবস্থিত?
উত্তর উয়ারী বটেশ্বর নরসিংদী জেলায় অবস্থিত
৮. প্রশ্ন কর্নসুবর্ন এর বর্তমান অবস্থান কোথায়?
উত্তর কর্নসুবর্ন এর বর্তমান অবস্থান মুর্শিদাবাদ জেলার রাঙ্গামাটির নিকট কানসোনা।
৯. প্রশ্ন বাংলার প্রথম স্বাধীন নরপতি কে ছিলেন?
উত্তর রাজা শশাঙ্ক
১০. প্রশ্ন প্রাচীন গৌড়ের রাজধানীর নাম কি ছিল?
উত্তর কর্ণসুবর্ণ
১১. প্রশ্ন বানভট্ট রচিত ঐতিহাসিক গ্রন্থ টির নাম কি?
উত্তর বানভট্ট রচিত ঐতিহাসিক গ্রন্থ হর্ষচরিত
১২. প্রশ্ন পালদের পিতৃভূমি কোথায়?
উত্তর বরেন্দ্রভূমি
১৩. প্রশ্ন পাল বংশের শেষ মুকুট মণি কে?
উত্তর পাল বংশের শেষ মুকুট মণি রামপাল
১৪. প্রশ্ন বরেন্দ্র বিদ্রোহের নেতৃত্ব দিয়েছিলেন কে?
উত্তর বরেন্দ্র বিদ্রোহের নেতৃত্ব দিয়েছিলেন কৈবর্ত সম্প্রদায় নেতা দিব্য
১৫. প্রশ্ন ধর্মপালের পিতার নাম কি?
উত্তর গোপাল
ডিগ্রি ১ম বর্ষ ইতিহাস সাজেশন্স ২০১৯
১৬. প্রশ্ন দেব বংশের উদ্ভব হয় কখন?
উত্তর অষ্টম শতাব্দীর প্রথমভাগে
১৭. প্রশ্ন কৈবর্ত অর্থ কি?
উত্তর কৈবর্ত শব্দের অর্থ হচ্ছে জেলে বা মৎস্যজীবী
১৮. প্রশ্ন গোপাল কে ছিলেন?
উত্তর প্রাচীন বাংলার বিখ্যাত পাল বংশের প্রতিষ্ঠাতা
১৯. প্রশ্ন খালিমপুর তাম্রলিপি কোন শাসকের সময় উৎকীর্ণ হয়েছিল?
উত্তর রাজা ধর্মপালের
২০. প্রশ্ন সেন বংশের শেষ রাজা কে ছিলেন?
উত্তর কেশব সেন
২১. প্রশ্ন সেন শাসন আমলে বাংলার রাজধানী কোথায় ছিল?
উত্তর বিক্রমপুরে
২২. প্রশ্ন সেন বংশের শেষ শাসক কে ছিলেন?
উত্তর লক্ষণ সেন
২৩. প্রশ্ন কৌলিন্য প্রথার প্রবর্তক কে?
উত্তর বল্লাল সেন
২৪. প্রশ্ন অদ্ভুতসাগর গ্রন্থটি শেষ করেন কে?
উত্তর অদ্ভুত সাগর গ্রন্থটি শেষ করেন লক্ষণ সেন
২৫. প্রশ্ন শ্রীচন্দ্র কে ছিলেন?
উত্তর ত্রৈলোক্য চন্দ্রের পুত্র শ্রী চন্দ্র
২৬. প্রশ্ন চন্দ্র বংশের প্রতিষ্ঠাতা কে ছিলেন
উত্তর চন্দ্র বংশের প্রতিষ্ঠাতা ছিলেন রাজা পূর্ণ চন্দ্র
২৭. প্রশ্ন সেন বংশের প্রথম রাজা কে ছিলেন?
উত্তর বিজয় সেন
degree 1st year history suggestion 2023
খ-বিভাগ সংক্ষিপ্ত প্রশ্নাবলী
১. প্রশ্ন বাঙালি সংকর জাতি নাকি স্বতন্ত্র জাতি?
২. প্রশ্ন কৌটিল্য অর্থশাস্ত্র কি?
৩. প্রশ্ন উয়ারী বটেশ্বরের প্রাচীনত্ব সম্পর্কে লিখ?
৪. প্রশ্ন হর্ষবর্ধন কে ছিলেন?
৫. প্রশ্ন গোপাল কে ছিলেন?
৬. প্রশ্ন মাৎস্যন্যায় কি?
৭. প্রশ্ন সেনদের আদি নিবাস কোথায়?
৮. প্রশ্ন চন্দ্র বংশ কিভাবে ক্ষমতায় এসেছিল?
৯. প্রশ্ন রামপাল কে পাল বংশের শেষ মুকুট মণি বলা হয় কেন?
গ-বিভাগ রচনামূলক প্রশ্নাবলী
১. প্রশ্ন সংক্ষেপে প্রাচীন বাংলার জনপদ গুলোর বর্ণনা দাও?
২. প্রশ্ন প্রত্নতাত্ত্বিক নিদর্শন হিসেবে তাম্রলিপির ভূমিকা মূল্যায়ন কর?
৩. প্রশ্ন বাংলার প্রথম নরপতি হিসেবে শশাঙ্কের কৃতিত্ব আলোচনা কর?
৪. প্রশ্ন পাল বংশের শ্রেষ্ঠ শাসক হিসেবে দেবপালের অবস্থান নিরূপণ করো?
৫. প্রশ্ন বিজেতা হিসেবে দেবপালের কৃতিত্ব মূল্যায়ন কর?
৬. প্রশ্ন ত্রিপক্ষীয় সংঘর্ষের বিশেষ উল্লেখ পূর্বক ধর্মপালের কৃতিত্ব মূল্যায়ন কর?
৭. প্রশ্ন বিজয় সেনের জীবনী ও কৃতিত্ব আলোচনা করো?
৮. প্রশ্ন চন্দ্র বংশের শ্রীচন্দ্রের কৃতিত্ব মূল্যায়ন কর?
Degree 1st year history 2nd part suggestion lagbe boro vai