Degree 1st year psychology Suggestion 2023 ডিগ্রি ১ম বর্ষ মনোবিজ্ঞান সাজেশন্স

Degree 1st year psychology Suggestion

Degree 1st year psychology Suggestion 2023

Degree 1st year psychology Suggestion 2023. psychology 1st part-‘General Psychology’ 100% common suggestion.

Here we have tried to help the degree 1st year student providing sort suggestion according to the previous degree 1st year question.

 

ডিগ্রি ১ম বর্ষ মনোবিজ্ঞান সাজেশন্স-২০২৩

ডিগ্রি প্রথম বর্ষ সাজেশন
মনোবিজ্ঞান-প্রথম পত্র

ক-বিভাগ
অতি সংক্ষিপ্ত প্রশ্নাবলী                     পূর্ণমান=১০

প্রশ্ন : মনোবিজ্ঞান কি?
উত্তর : মনোবিজ্ঞান হলো আচরণ ও মানসিক প্রক্রিয়ার বিজ্ঞান।

প্রশ্ন : principles of psychology গ্রন্থের লেখক কে?
উত্তর : উইলিয়াম জেমস।

প্রশ্ন : আধুনিক মনোবিজ্ঞানের জনক কে?
উত্তর : উইলহেম উন্ড।

প্রশ্ন : মনোবিজ্ঞানের কোন পদ্ধতি বৈজ্ঞানিক নিয়ম নীতি অনুসরণ করে?
উত্তর : বৈজ্ঞানিক পদ্ধতি।

প্রশ্ন : অন্তর্দর্শন পদ্ধতি কি?
উত্তর : মানসিক প্রক্রিয়া সম্পর্কে জ্ঞান লাভের জন্য যখন ব্যাক্তি নিজের মনের সাহায্যে নিজের মন কে জানে তখনই তাকে অন্তর্দর্শন বলে।

প্রশ্ন : সংবেদন কি?
উত্তর : বহি জগতের উদ্দীপক ইন্দ্রিয়া করলে উদ্দীপনা সৃষ্টি হয় তা মস্তিষ্ক বাহিত হলে যে সহজ চেতনার উদ্ভব হয় তাকে সংবেদন বলে।

প্রশ্ন : ওয়েবারের সূত্রটি লিখ?
উত্তর : ‘মধ্যবর্তী পর্যায়ের শক্তি সম্পন্ন উদ্দীপকের ক্ষেত্রে ন্যূনতম অনুভবনীয় পার্থক্য একটি ধ্রুবক হারে বৃদ্ধি পায়’।

প্রশ্ন : প্রত্যক্ষণ কি?
উত্তর : প্রত্যক্ষণ হল সংবেদন ও প্রতিক্রিয়া এ দু’য়ের এর মধ্যবর্তী একটি মানসিক অবস্থা। সংবেদন কে যখন ব্যাখ্যা করা হয় তখন তা হয়ে ওঠে প্রত্যক্ষণ।

প্রশ্ন : ভ্রান্ত প্রত্যক্ষণ বা অধ্যাস কি?
উত্তর : কোন বাস্তব উদ্দীপকে ভ্রান্ত ভাবে প্রত্যক্ষণ করার নামে হচ্ছে অধ্যাস বা ভ্রান্ত প্রত্যক্ষণ।

প্রশ্ন : অলীক বীক্ষণ কি?
উত্তর : বাস্তবে কোন উদ্দীপক নেই অথচ তাকে প্রত্যাখ্যান করা হয়, এরূপ প্রত্যক্ষণই অলীক প্রত্যক্ষণ বা অলীক বীক্ষণ।[linkad]

Degree 1st year psychology Suggestion

প্রশ্ন : শিক্ষণ কি?
উত্তর : অভিজ্ঞতা ও অনুশীলনের ফলে আচারনের যে অপেক্ষাকৃত স্থায়ী পরিবর্তন হয় তাকে শিক্ষণ বলে।

প্রশ্ন : শিক্ষণ – বিস্মৃতি=?
উত্তর : শিক্ষণ – বিস্মৃতি = স্মৃতি।

প্রশ্ন : চিরায়ত সাপেক্ষীকরণ এর প্রবক্তা কে?
উত্তর : আইভন প্যাভলভ।

প্রশ্ন : শিক্ষণের চারটি উপাদানের নাম লিখ?
উত্তর : বল বৃদ্ধি, নৈকট্য, প্রেষণা, পর্যবেক্ষণ।

প্রশ্ন : আইভন প্যাভলভ কোন দেশের বিজ্ঞানী ছিলেন?
উত্তর : বিখ্যাত রাশিয়ান শরীর তত্ত্ব এর চিরায়ত সাপেক্ষন তত্ত্ব প্রণেতা।

প্রশ্ন : স্মৃতি কি?
উত্তর : স্মৃতি হল পূর্ব অভিজ্ঞতা বা শিক্ষণের সংরক্ষণ ও পুনরুত্থান।

প্রশ্ন : স্মৃতি পরিমাপের একটি পদ্ধতির নাম লিখ।
উত্তর : পুনরুদ্রেক পদ্ধতি।

প্রশ্ন : বিস্মৃতি কি?
উত্তর : কোন অভিজ্ঞতা বা শিক্ষালব্ধ আচরণ পুনরুদ্রেক করতে না পারা কে বলা হয় বিস্মৃতি।

প্রশ্ন : এনকোডিং বা সংকেতায়ন কি?
উত্তর : এনকোডিং বা সংকেতায়ন হল সেই প্রক্রিয়া যা দিয়ে বাইরের উদ্দীপক বা প্রাকৃতিক শক্তি সম্পর্কে কোন সংবাদ বা তথ্যকে স্মৃতিতে সঞ্চিত করে রাখার উপযোগী করে রূপান্তরিত করা হয়।

প্রশ্ন : প্রেষণা কি?
উত্তর : প্রেষণা হচ্ছে এমন একটি প্রচ্ছন্ন মনস্তাত্ত্বিক অবস্থা। যা প্রাণী বা জীব কে কোন নির্ধারিত লক্ষ্যে উপনীত হওয়ার জন্য উৎসাহিত ও প্ররোচিত করে।

ডিগ্রি ১ম বর্ষ মনোবিজ্ঞান সাজেশন্স ২০২৩

প্রশ্ন : কোন ধরনের প্রেষণা শিক্ষণ ছাড়া উৎপন্ন হয়?
উত্তর : জৈবিক প্রেষণা।

প্রশ্ন : মানসিক সংকেত বা ‘mental cue’ কি?
উত্তর : অতীতের সহজাত প্রতিক্রিয়ার স্মৃতি – ছাপ বা ভার থেকে ইচ্ছাকৃত যে উদ্দীপনা আসে তাকে মানসিক সংকেত বা মেন্টাল কিউ বলে।

প্রশ্ন : ব্যক্তিত্ব কি?
উত্তর : সামাজিক পরিবেশে সামঞ্জস্য স্থাপনকারী আচরণ সমূহের সমন্বয় কে ব্যক্তিত্ব বলে।

প্রশ্ন : EGO কি?
উত্তর : EGO হচ্ছে ব্যক্তির একটি বাস্তব সত্তা। এ সত্তার কাজ হল ID ও বাস্তবতার মধ্যে সমন্বয় সাধন করা। 

প্রশ্ন : WISE এর পূর্ণরূপ কি?
উত্তর : wechseler intelligence scale for children.

প্রশ্ন : অহম কি?
উত্তর : অহম বা ego ব্যক্তিত্বের সচেতন অংশ, ব্যক্তির কার্যনির্বাহী সত্তা।

প্রশ্ন : রেটিং স্কেল কি?
উত্তর : ব্যক্তির গুণ এর পরিমাণ অনুসারে ব্যক্তিত্ব বিচার করার পদ্ধতি কে স্কেল বলে।

প্রশ্ন : বুদ্ধি কি?
উত্তর : বুদ্ধি হল সে ক্ষমতা বাস্তব জগত সম্বন্ধে জানতে পারে, সমন্বয় সাধন করতে পারে এবং সমস্যাজনিত পরিস্থিতিতে সঠিক সিদ্ধান্ত গ্রহণে সক্ষম হয়।

প্রশ্ন : IQ এর পূর্ণরূপ কি?
উত্তর : intelligence quotient.

প্রশ্ন : বুদ্ধাংক কি?
উত্তর : বুদ্ধাংক হচ্ছে বুদ্ধি পরিমাপের একটি সূত্র।

প্রশ্ন : মাতৃত্ব কাকে বলে?
উত্তর : সন্তানের লালন-পালন তার প্রতি আদর স্নেহ ভালোবাসা এবং তাকে সকল বিপদ-আপদ থেকে রক্ষার তাগিদ কে সাধারনত মাতৃত্ব বলা হয়।

প্রশ্ন : অটিস অভীক্ষা বা ‘otist test’ কি?
উত্তর : ব্যবসা ও শিল্প ক্ষেত্রে সম্ভাবনাময়, বুদ্ধিমান প্রার্থীদের নির্বাচন করার জন্য যে অপেক্ষা গুলো আছে তার মধ্যে অটিস অভীক্ষা অন্যতম।

 

degree 1st year psychology suggestion 2023

খ-বিভাগ সংক্ষিপ্ত প্রশ্নাবলী                       পূর্ণমান=২০
১. প্রশ্ন : মনোবিজ্ঞানের সংজ্ঞা দাও?
২. প্রশ্ন : পরীক্ষণ পদ্ধতি কি?
৩. প্রশ্ন : মনোবিজ্ঞান কি একটি বিজ্ঞান?
৪. প্রশ্ন : সংবেদন কাকে বলে?
৫. প্রশ্ন : সংবেদন এর বৈশিষ্ট্যগুলো লিখ?
৬. প্রশ্ন : শিক্ষণ বলতে কি বুঝ?
৭. প্রশ্ন : আকস্মিক শিক্ষণ কি?
৮. প্রশ্ন : স্মৃতি ও বিস্মৃতি কি?
৯. প্রশ্ন : স্বল্প স্থায়ী স্মৃতি ও দীর্ঘস্থায়ী স্মৃতির মধ্যে পার্থক্য কি?
১০. প্রশ্ন : প্রেষণা কি? প্রেষণা বলতে কি বুঝ?
১১. প্রশ্ন : প্রেষণা চক্র ব্যাখ্যা কর?
১২. প্রশ্ন : ব্যক্তিত্বের সংজ্ঞা দাও
১৩. প্রশ্ন : বুদ্ধির সংজ্ঞা দাও?
১৪. প্রশ্ন : বুদ্ধাংক কি?

 

Degree 1st year Suggestion 2023 psychology

গ-বিভাগ (রচনামূলক প্রশ্ন বলি)                    পূর্ণমান=৫০

১. প্রশ্ন : মনোবিজ্ঞান পাঠের প্রয়োজনীয়তা আলোচনা করো?
২. প্রশ্ন : বিজ্ঞান হিসেবে মনোবিজ্ঞানের স্থান মূল্যায়ন করো?
৩. প্রশ্ন : প্রত্যক্ষণের সংজ্ঞা দাও। ভ্রান্ত প্রত্যক্ষণ ও অলীক বীক্ষণ এর পার্থক্য আলোচনা করো?
৪. প্রশ্ন : গভীরতা প্রত্যক্ষণ কি? গভীরতা প্রত্যেক্ষনে দি চক্ষু মূলক সংকেত গুলো ব্যাখ্যা করো।
৫. প্রশ্ন : স্মৃতির প্রধান উপাদান গুলি আলোচনা করো।
৬. প্রশ্ন : সামাজিক প্রেষণা সমূহ আলোচনা করো।
৭. প্রশ্ন : ব্যক্তিত্ব কি? ব্যক্তিত্বের লক্ষণ সমূহ আলোচনা করো।
৮. প্রশ্ন : বুদ্ধির স্বরূপ বর্ণনা করো।