Degree 1st year psychology Suggestion
Contents
Degree 1st year psychology Suggestion 2023
Degree 1st year psychology Suggestion 2023. psychology 1st part-‘General Psychology’ 100% common suggestion.
Here we have tried to help the degree 1st year student providing sort suggestion according to the previous degree 1st year question.
ডিগ্রি ১ম বর্ষ মনোবিজ্ঞান সাজেশন্স-২০২৩
ডিগ্রি প্রথম বর্ষ সাজেশন
মনোবিজ্ঞান-প্রথম পত্র
ক-বিভাগ
অতি সংক্ষিপ্ত প্রশ্নাবলী পূর্ণমান=১০
প্রশ্ন : মনোবিজ্ঞান কি?
উত্তর : মনোবিজ্ঞান হলো আচরণ ও মানসিক প্রক্রিয়ার বিজ্ঞান।
প্রশ্ন : principles of psychology গ্রন্থের লেখক কে?
উত্তর : উইলিয়াম জেমস।
প্রশ্ন : আধুনিক মনোবিজ্ঞানের জনক কে?
উত্তর : উইলহেম উন্ড।
প্রশ্ন : মনোবিজ্ঞানের কোন পদ্ধতি বৈজ্ঞানিক নিয়ম নীতি অনুসরণ করে?
উত্তর : বৈজ্ঞানিক পদ্ধতি।
প্রশ্ন : অন্তর্দর্শন পদ্ধতি কি?
উত্তর : মানসিক প্রক্রিয়া সম্পর্কে জ্ঞান লাভের জন্য যখন ব্যাক্তি নিজের মনের সাহায্যে নিজের মন কে জানে তখনই তাকে অন্তর্দর্শন বলে।
প্রশ্ন : সংবেদন কি?
উত্তর : বহি জগতের উদ্দীপক ইন্দ্রিয়া করলে উদ্দীপনা সৃষ্টি হয় তা মস্তিষ্ক বাহিত হলে যে সহজ চেতনার উদ্ভব হয় তাকে সংবেদন বলে।
প্রশ্ন : ওয়েবারের সূত্রটি লিখ?
উত্তর : ‘মধ্যবর্তী পর্যায়ের শক্তি সম্পন্ন উদ্দীপকের ক্ষেত্রে ন্যূনতম অনুভবনীয় পার্থক্য একটি ধ্রুবক হারে বৃদ্ধি পায়’।
প্রশ্ন : প্রত্যক্ষণ কি?
উত্তর : প্রত্যক্ষণ হল সংবেদন ও প্রতিক্রিয়া এ দু’য়ের এর মধ্যবর্তী একটি মানসিক অবস্থা। সংবেদন কে যখন ব্যাখ্যা করা হয় তখন তা হয়ে ওঠে প্রত্যক্ষণ।
প্রশ্ন : ভ্রান্ত প্রত্যক্ষণ বা অধ্যাস কি?
উত্তর : কোন বাস্তব উদ্দীপকে ভ্রান্ত ভাবে প্রত্যক্ষণ করার নামে হচ্ছে অধ্যাস বা ভ্রান্ত প্রত্যক্ষণ।
প্রশ্ন : অলীক বীক্ষণ কি?
উত্তর : বাস্তবে কোন উদ্দীপক নেই অথচ তাকে প্রত্যাখ্যান করা হয়, এরূপ প্রত্যক্ষণই অলীক প্রত্যক্ষণ বা অলীক বীক্ষণ।[linkad]
Degree 1st year psychology Suggestion
প্রশ্ন : শিক্ষণ কি?
উত্তর : অভিজ্ঞতা ও অনুশীলনের ফলে আচারনের যে অপেক্ষাকৃত স্থায়ী পরিবর্তন হয় তাকে শিক্ষণ বলে।
প্রশ্ন : শিক্ষণ – বিস্মৃতি=?
উত্তর : শিক্ষণ – বিস্মৃতি = স্মৃতি।
প্রশ্ন : চিরায়ত সাপেক্ষীকরণ এর প্রবক্তা কে?
উত্তর : আইভন প্যাভলভ।
প্রশ্ন : শিক্ষণের চারটি উপাদানের নাম লিখ?
উত্তর : বল বৃদ্ধি, নৈকট্য, প্রেষণা, পর্যবেক্ষণ।
প্রশ্ন : আইভন প্যাভলভ কোন দেশের বিজ্ঞানী ছিলেন?
উত্তর : বিখ্যাত রাশিয়ান শরীর তত্ত্ব এর চিরায়ত সাপেক্ষন তত্ত্ব প্রণেতা।
প্রশ্ন : স্মৃতি কি?
উত্তর : স্মৃতি হল পূর্ব অভিজ্ঞতা বা শিক্ষণের সংরক্ষণ ও পুনরুত্থান।
প্রশ্ন : স্মৃতি পরিমাপের একটি পদ্ধতির নাম লিখ।
উত্তর : পুনরুদ্রেক পদ্ধতি।
প্রশ্ন : বিস্মৃতি কি?
উত্তর : কোন অভিজ্ঞতা বা শিক্ষালব্ধ আচরণ পুনরুদ্রেক করতে না পারা কে বলা হয় বিস্মৃতি।
প্রশ্ন : এনকোডিং বা সংকেতায়ন কি?
উত্তর : এনকোডিং বা সংকেতায়ন হল সেই প্রক্রিয়া যা দিয়ে বাইরের উদ্দীপক বা প্রাকৃতিক শক্তি সম্পর্কে কোন সংবাদ বা তথ্যকে স্মৃতিতে সঞ্চিত করে রাখার উপযোগী করে রূপান্তরিত করা হয়।
প্রশ্ন : প্রেষণা কি?
উত্তর : প্রেষণা হচ্ছে এমন একটি প্রচ্ছন্ন মনস্তাত্ত্বিক অবস্থা। যা প্রাণী বা জীব কে কোন নির্ধারিত লক্ষ্যে উপনীত হওয়ার জন্য উৎসাহিত ও প্ররোচিত করে।
ডিগ্রি ১ম বর্ষ মনোবিজ্ঞান সাজেশন্স ২০২৩
প্রশ্ন : কোন ধরনের প্রেষণা শিক্ষণ ছাড়া উৎপন্ন হয়?
উত্তর : জৈবিক প্রেষণা।
প্রশ্ন : মানসিক সংকেত বা ‘mental cue’ কি?
উত্তর : অতীতের সহজাত প্রতিক্রিয়ার স্মৃতি – ছাপ বা ভার থেকে ইচ্ছাকৃত যে উদ্দীপনা আসে তাকে মানসিক সংকেত বা মেন্টাল কিউ বলে।
প্রশ্ন : ব্যক্তিত্ব কি?
উত্তর : সামাজিক পরিবেশে সামঞ্জস্য স্থাপনকারী আচরণ সমূহের সমন্বয় কে ব্যক্তিত্ব বলে।
প্রশ্ন : EGO কি?
উত্তর : EGO হচ্ছে ব্যক্তির একটি বাস্তব সত্তা। এ সত্তার কাজ হল ID ও বাস্তবতার মধ্যে সমন্বয় সাধন করা।
প্রশ্ন : WISE এর পূর্ণরূপ কি?
উত্তর : wechseler intelligence scale for children.
প্রশ্ন : অহম কি?
উত্তর : অহম বা ego ব্যক্তিত্বের সচেতন অংশ, ব্যক্তির কার্যনির্বাহী সত্তা।
প্রশ্ন : রেটিং স্কেল কি?
উত্তর : ব্যক্তির গুণ এর পরিমাণ অনুসারে ব্যক্তিত্ব বিচার করার পদ্ধতি কে স্কেল বলে।
প্রশ্ন : বুদ্ধি কি?
উত্তর : বুদ্ধি হল সে ক্ষমতা বাস্তব জগত সম্বন্ধে জানতে পারে, সমন্বয় সাধন করতে পারে এবং সমস্যাজনিত পরিস্থিতিতে সঠিক সিদ্ধান্ত গ্রহণে সক্ষম হয়।
প্রশ্ন : IQ এর পূর্ণরূপ কি?
উত্তর : intelligence quotient.
প্রশ্ন : বুদ্ধাংক কি?
উত্তর : বুদ্ধাংক হচ্ছে বুদ্ধি পরিমাপের একটি সূত্র।
প্রশ্ন : মাতৃত্ব কাকে বলে?
উত্তর : সন্তানের লালন-পালন তার প্রতি আদর স্নেহ ভালোবাসা এবং তাকে সকল বিপদ-আপদ থেকে রক্ষার তাগিদ কে সাধারনত মাতৃত্ব বলা হয়।
প্রশ্ন : অটিস অভীক্ষা বা ‘otist test’ কি?
উত্তর : ব্যবসা ও শিল্প ক্ষেত্রে সম্ভাবনাময়, বুদ্ধিমান প্রার্থীদের নির্বাচন করার জন্য যে অপেক্ষা গুলো আছে তার মধ্যে অটিস অভীক্ষা অন্যতম।
degree 1st year psychology suggestion 2023
খ-বিভাগ সংক্ষিপ্ত প্রশ্নাবলী পূর্ণমান=২০
১. প্রশ্ন : মনোবিজ্ঞানের সংজ্ঞা দাও?
২. প্রশ্ন : পরীক্ষণ পদ্ধতি কি?
৩. প্রশ্ন : মনোবিজ্ঞান কি একটি বিজ্ঞান?
৪. প্রশ্ন : সংবেদন কাকে বলে?
৫. প্রশ্ন : সংবেদন এর বৈশিষ্ট্যগুলো লিখ?
৬. প্রশ্ন : শিক্ষণ বলতে কি বুঝ?
৭. প্রশ্ন : আকস্মিক শিক্ষণ কি?
৮. প্রশ্ন : স্মৃতি ও বিস্মৃতি কি?
৯. প্রশ্ন : স্বল্প স্থায়ী স্মৃতি ও দীর্ঘস্থায়ী স্মৃতির মধ্যে পার্থক্য কি?
১০. প্রশ্ন : প্রেষণা কি? প্রেষণা বলতে কি বুঝ?
১১. প্রশ্ন : প্রেষণা চক্র ব্যাখ্যা কর?
১২. প্রশ্ন : ব্যক্তিত্বের সংজ্ঞা দাও
১৩. প্রশ্ন : বুদ্ধির সংজ্ঞা দাও?
১৪. প্রশ্ন : বুদ্ধাংক কি?
Degree 1st year Suggestion 2023 psychology
গ-বিভাগ (রচনামূলক প্রশ্ন বলি) পূর্ণমান=৫০
১. প্রশ্ন : মনোবিজ্ঞান পাঠের প্রয়োজনীয়তা আলোচনা করো?
২. প্রশ্ন : বিজ্ঞান হিসেবে মনোবিজ্ঞানের স্থান মূল্যায়ন করো?
৩. প্রশ্ন : প্রত্যক্ষণের সংজ্ঞা দাও। ভ্রান্ত প্রত্যক্ষণ ও অলীক বীক্ষণ এর পার্থক্য আলোচনা করো?
৪. প্রশ্ন : গভীরতা প্রত্যক্ষণ কি? গভীরতা প্রত্যেক্ষনে দি চক্ষু মূলক সংকেত গুলো ব্যাখ্যা করো।
৫. প্রশ্ন : স্মৃতির প্রধান উপাদান গুলি আলোচনা করো।
৬. প্রশ্ন : সামাজিক প্রেষণা সমূহ আলোচনা করো।
৭. প্রশ্ন : ব্যক্তিত্ব কি? ব্যক্তিত্বের লক্ষণ সমূহ আলোচনা করো।
৮. প্রশ্ন : বুদ্ধির স্বরূপ বর্ণনা করো।
Answer shit koi?