• Home
  • About Us
  • Contact Us
  • Privacy Policy
  • DMCA
  • Sitemap

Notun Sokaal

Explore Something New

  • Results
    • Masters
    • Honors
    • Degree
    • HSC
    • SSC
    • JSC
    • PSC
  • Routines
    • Honours
    • Degree
    • HSC
    • SSC
    • JSC
    • PSC
  • Suggestions
    • Degree
      • 1ST YEAR
      • 2ND YEAR
    • HSC
    • SSC
    • PSC
  • SMS
    • Eid SMS
    • Love SMS
    • New Year SMS
  • Admission
  • Jobs
  • Assignment Answer
    • Six
    • Seven
    • Eight
    • Nine
Home » Suggestions » Degree » 1ST YEAR » Degree 1st Year Sociology Suggestion 2019-ডিগ্রি ১ম বর্ষ সমাজবিজ্ঞান সাজেশন্স ২০১৯

Degree 1st Year Sociology Suggestion 2019-ডিগ্রি ১ম বর্ষ সমাজবিজ্ঞান সাজেশন্স ২০১৯

February 27, 2019 by Notun Sokaal 2 Comments

পরবর্তীতে দেখতে পোস্টটি শেয়ার করুন।

Degree 1st Year Sociology Suggestion 2019

Degree 1st Year Sociology Suggestion 2019

এখানে আপনি ডিগ্রী প্রথম বর্ষের প্রথম এবং দ্বিতীয় প্ত্র উভয় বিষয়ের সাজেশন্স পাবেন।

ডিগ্রি ১ম বর্ষ সমাজবিজ্ঞান সাজেশন্স ২০১৯

সমাজবিজ্ঞান-১ম পত্র

অতি সংক্ষিপ্ত প্রশ্নাবলী

যে কোন দশটি প্রশ্নের উত্তর দিতে হবে(পূর্ণমান=১০)

১. প্রশ্ন : সমাজ বিজ্ঞানের জনক কে?

উত্তর : সমাজ বিদ্যার জনক অগাস্ট কোঁৎ।

২. প্রশ্ন : Sociology শব্দটি কে প্রথম ব্যবহার করেন?

উত্তর : Sociology শব্দটি সর্বপ্রথম অগাস্ট কোঁৎ ব্যবহার করেন।

৩. প্রশ্ন : কত সালে অগাস্ট কোঁৎ সোশিয়লজি শব্দটির স্মরণ করেন?

উত্তর : ১৮৩৯ সালে অগাস্ট কোঁৎ সোসিওলজি শব্দটি চয়ন করেন।

৪. প্রশ্ন : Sociology শব্দটি কোন দুটি শব্দের সমাহার ও কোন দেশীয় শব্দ?

উত্তর : socius ও logos শব্দের সমাহার। ল্যাটিন ও গ্রীক দেশিও শব্দ।

৫. প্রশ্ন : socius  শব্দটি কোন ভাষার শব্দ?

উত্তর : ল্যাটিন শব্দ যার অর্থ সমাজ।

৬. প্রশ্ন : সমাজবিজ্ঞান কত সালে প্রতিষ্ঠিত হয় ?

উত্তর : একটি স্বতন্ত্র বিষয় হিসেবে সমাজবিজ্ঞান ১৮৩৯ সালে প্রতিষ্ঠিত হয়।

৭. প্রশ্ন : ক্রিয়া বাদের জনক বলা হয় কাকে?

উত্তর : বিখ্যাত দার্শনিক ডেকার্টকে কি আমাদের ক্রিয়া বাদের জনক বলা হয়।

৮. প্রশ্ন : দুজনে ক্রিয়াবাদী সমাজ বিজ্ঞানীর নাম লিখ ?

উত্তর : দুজন ক্রিয়াবাদী সমাজ বিজ্ঞানীর নাম হল মেলিনষ্কি এবং রেডক্লিফ ব্রাউন 

৯. প্রশ্ন : ‘সমাজবিজ্ঞান হচ্ছে প্রতিষ্ঠানের বিজ্ঞান’ উক্তিটি কে প্রদান করেছেন?

উত্তর : সমাজ বিজ্ঞানী এমিল ডুর্খেইম।

১.০. প্রশ্ন : অগাস্ট কোঁৎ সমাজবিজ্ঞান কে কোন দুটি ভাগে বিভক্ত করেন?

উত্তর : অগাস্ট কোঁৎ  সমাজ বিজ্ঞানকে social staties এবং social dynamics এ দু’ভাগে বিভক্ত করেন ।

Degree 1st Year Sociology Suggestion 2019

১১. প্রশ্ন : দৃষ্টবাদের প্রবক্তা কে?

উত্তর : অগাস্ট কোঁৎ |

১২. প্রশ্ন : সমাজবিজ্ঞান একমাত্র বিজ্ঞান যা সমাজ ও সামাজিক সম্পর্ক নিয়ে আলোচনা করে উক্তিটি কার ?

উত্তর : উক্তিটি ম্যাকাইভার ও পেজের।

১৩. প্রশ্ন : সমাজবিজ্ঞান বিকাশে কোন দুইটি বিপব গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে?

উত্তর : ফরাসি বিপ্লব ও শিল্প বিপ্লব।

১৪. প্রশ্ন : সামাজিক বিবর্তন তত্ত্ব কে দিয়েছেন?

উত্তর : সমাজবিজ্ঞানী হারবার্ট স্পেনসার ।

১৫. প্রশ্ন : যান্ত্রিক সংহতি কি?

উত্তর : ডুর্খেইম যান্ত্রিক সংহতি বলতে এমন সংহতি কি বুঝিয়েছেন যেখানে সভ্যদের মধ্যে অন্যান্য সাদৃশ্য বিদ্যমান ।

১৬. প্রশ্ন : ডুর্খেইম আত্মহত্যা কে কয় ভাগে ভাগ করেছেন?

উত্তর : তিন ভাগে ভাগ করেছেন যথা 1 আত্মকেন্দ্রিক আত্মহত্যা 2 কোন অর্থমূলক আত্মহত্যা 3 নৈরাজ্যজনক আত্মহত্যা।

১৭. প্রশ্ন : দুজন জার্মান সমাজ বিজ্ঞানীর নাম লেখ?

উত্তর : কাল মার্কস ও ম্যাক্স ওয়েবার   ।

১৮. প্রশ্ন : das capital গ্রন্থটি কার?

উত্তর : কাল মার্কস এর।

১৯. প্রশ্ন : the social ordar গ্রন্থটি কার?

উত্তর  :আর বেস্ট ট্রিড।

২০. প্রশ্ন : বিজ্ঞান কি ?

উত্তর : যুক্তিনির্ভর পদ্ধতি অনুসরণ করে পর্যবেক্ষণ পরীক্ষণ ডিউটিতে অর্জিত সুসংহত জ্ঞান-বিজ্ঞান এক কথায় প্রমাণ সমর্থিত জ্ঞান কে বিজ্ঞান বলে ।

Degree 1st Year Sociology Suggestion 2019

২১. প্রশ্ন : সামগ্রিকভাবে বিজ্ঞান বলতে কি বুঝায়?

উত্তর : সামগ্রিকভাবে বিজ্ঞান বলতে একটি বিমূর্ত ধারণা বোঝায়।

২২. প্রশ্ন : বৈজ্ঞানিক পদ্ধতি কি?

উত্তর : যৌক্তিক পদ্ধতি ও সামাজিক ও প্রাকৃতিক বিষয়ে বলে বর্ণনা ব্যাখ্যা ও বিশ্লেষণ এর মাধ্যমে গবেষক বিজ্ঞানী কোন সাধারন তত্ত প্রতিষ্ঠিত করেন তাকে সাধারণভাবে বৈজ্ঞানিক পদ্ধতি বলে।

২৩. প্রশ্ন : বৈজ্ঞানিক পদ্ধতির প্রথম ধাপ কোনটি?

উত্তর : সমস্যা নির্বাচন ও চিহ্নিত করন।

২৪. প্রশ্ন : নমুনায়ন কত প্রকার?

উত্তর : নমুনায়ন দুই প্রকার।

২৫. প্রশ্ন : সমগ্রক কি?

উত্তর : অভিন্ন গুণ-বৈশিষ্ট্য অধিকার জনগোষ্ঠীর বিষয়বস্তু বা ঘটনাকে সমগ্রক বলে।

২৬. প্রশ্ন : সমাজতাত্ত্বিক গবেষণার প্রথম পর্যায় কোনটি?

উত্তর : গবেষণা সমস্যা নির্বাচন করা।

২৭. প্রশ্ন : সংস্কৃতি সংজ্ঞা দাও?

উত্তর : সমাজের সদস্য হিসেবে অর্জিত আচার-আচরণ রীতি নীতি আদর্শ মূল্যবোধ ইত্যাদির সমষ্টিকে সংস্কৃত বলে ।

২৮. প্রশ্ন : সাংস্কৃতিক ব্যবধান তত্ত্বটি প্রবক্তা কে?

উত্তর : সাংস্কৃতিক ব্যবধান তত্ত্বের প্রবক্তা হলেন সমাজবিজ্ঞানী অগবার্ন এবং নিমকফ w.f.ogburn and nimkoff।

২৯. প্রশ্ন : সংস্কৃতির উপাদান সমূহ কি?

উত্তর : সংস্কৃতির উপাদান সমূহ হচ্ছে  ১. ভাষা  ২. কথা বিহীন যোগাযো ৩. আদর্শ বা শ্রেয়োবোধ. ৪. নৈতিক অনুমোদন ও ৫. মূল্যবোধ।

৩০. প্রশ্ন : আমরা যা তা সংস্কৃতি সংজ্ঞাটি কে দিয়েছেন?

উত্তর : ম্যাকাইভার।

ডিগ্রি ১ম বর্ষ সমাজবিজ্ঞান সাজেশন্স ২০১৯

৩১. প্রশ্ন : কালচার শব্দটি সর্বপ্রথম কে ব্যবহার করেন ?

উত্তর : কালচার শব্দটির ষোল শতকের শেষার্ধে ফ্রান্সিস বেকন প্রথম ব্যবহার করেন।

৩২. প্রশ্ন : আদর্শ norms কি??

উত্তর : আদর্শ বা norms হচ্ছে গোষ্ঠীর বা সমাজের আচরণের মানদন্ড।

৩৩. প্রশ্ন : মর্যাদা কি?

উত্তর : সমাজের সদস্যদের দ্বারা সমষ্টিগত হবে সমর্থিত একটি মাপকাঠির যার সাহায্যে সমাজের সদস্যরা নিজেদের আবেগ আচার ব্যবহারের যত যোগ্যতার মূল্যায়ন করে তাকে সামাজিক দৃষ্টিতে মর্যাদা বলে।

৩৪. প্রশ্ন : লোকাচার কি?

উত্তর : প্রচলিত আচার-আচরণকে লোকাচার বলে।

৩৫. প্রশ্ন : সামাজিক মূল্যবোধ কি?

উত্তর : সমাজ রাষ্ট্র ব্যক্তিবর্গের সত্য মিথ্যা নয় অন্যায় উচিত-অনুচিত কাঙ্ক্ষিত অনাকাঙ্খিত ইত্যাদি বিষয় সম্পর্কে ধারণা আদর্শ রূপ হচ্ছে মূল্যবোধ।

৩৬. প্রশ্ন : নৈতিক অনুমোদন কি?

উত্তর : নৈতিক অনুমোদন হচ্ছে সামাজিক আদর্শের সাথে সম্পৃক্ত মানুষের আচরণ নিয়ন্ত্রণ ও পুরস্কার ব্যবস্থা।

৩৭. প্রশ্ন : সভ্যতার ইংরেজি প্রতিটি সিভিলাইজেশন শব্দটি উৎপত্তি কোন শব্দ হতে?

উত্তর : সিভিলাইজেশন শব্দটি উৎপত্তি ল্যাটিন শব্দ Civilis থেকে।

৩৮. প্রশ্ন : উপ সংস্কৃতির প্রধান উপাদান সমূহ কি?

উত্তর : বৃহত্তর সমাজ ব্যবস্থার মধ্যে প্রাধান্য  সংস্কৃতির উপাদান সমূহ যেমন অবশ্য পালনীয় রীতিনীতি প্রথা বিশ্বাস আদর্শ মূল্যবোধ ইত্যাদি ক্ষেত্রে ভিন্নতা এই ভিন্নতা সংস্কৃতির অংশকে বলা হয় উপসংস্কৃতি।

৩৯. প্রশ্ন : উপ সংস্কৃতির প্রধান উপাদান সমূহ কি?

উত্তর : ভাষা ভাবনা আহার বিহার পোশাক পরিচ্ছদ ।

৪০. প্রশ্ন : পাল্টা সংস্কৃতি কি?

উত্তর : সংস্কৃতি যখন সংস্কৃতির বিরোধিতা করে তার প্রধান মূল্যবোধ এর নীতিমালা কে বাতিল করে তার বিপরীত মূল্যবোধ ও জীবনাচরণকে গ্রহণ করে তখন তাকে পাল্টা সংস্কৃতি বলে।

৪১. প্রশ্ন : সংস্কৃতির ভিন্নতা কি?

উত্তর : স্থান কাল জাতভেদে মানুষের জীবন যাত্রার ভিন্নতায় হতে সংস্কৃতির ভিন্নতা।

৪২. প্রশ্ন : বিপরীত সংস্কৃতি কি?

উত্তর : অপসংস্কৃতি যদি ভুল সংস্কৃতির বিরুদ্ধাচারণ করে তার প্রধান মূল্যবোধ তোমাকে বাতিল করে তার বিপরীত মূল্যবোধ ও জীবনাচরণ গ্রহণ করে তখন তাকে বিপরিত পাল্টা সংস্কৃতি বলে।

৪৩. প্রশ্ন : বস্তুগত সংস্কৃতি কি?

উত্তর : মানুষের অর্জিত কিংবা তৈরিকৃত দ্রব্যের সমষ্টি হল বস্তুগত সংস্কৃতি।

degree 1st year sociology suggestion 2019

সমাজবিজ্ঞান-১ম পত্র

সংক্ষিপ্ত প্রশ্নাবলী

যে কোন পাঁচটি প্রশ্নের উত্তর দিতে হবে(পূর্ণমান=২০)

  1. প্রশ্ন : সমাজবিজ্ঞান বলতে কী বোঝ?
  2. প্রশ্ন : সংক্ষেপে সমাজবিজ্ঞানের প্রকৃতি আলোচনা করো?
  3. প্রশ্ন : দৃষ্টবাদ কি?
  4. প্রশ্ন : সামাজিক গবেষণা বলতে কি বুঝ?
  5. প্রশ্ন : বৈজ্ঞানিক পদ্ধতির বৈশিষ্ট্য গুলো উল্লেখ কর?
  6. প্রশ্ন : জরিপ পদ্ধতি কাকে বলে?
  7. প্রশ্ন : সংস্কৃতি কি?
  8. প্রশ্ন : সংস্কৃতির উপাদান সমূহ সংক্ষেপে আলোচনা করো?
  9. প্রশ্ন : সাংস্কৃতিক ব্যবধান কি?
  10. প্রশ্ন : সমাজ কাঠামোর সংজ্ঞা দাও?
  11. প্রশ্ন : সামাজিকীকরণ এর সংজ্ঞা দাও?
  12. প্রশ্ন : সামাজিকীকরণ প্রক্রিয়ায় পরিবারের ভূমিকা আলোচনা করো?
  13. প্রশ্ন : সামাজিক প্রতিষ্ঠানের সংজ্ঞা দাও?
  14. প্রশ্ন : পরিবার বলতে কী বোঝ?
  15. প্রশ্ন : আমলাতন্ত্র কাকে বলে?
  16. প্রশ্ন : সামাজিক স্তরবিন্যাসের সংজ্ঞা দাও?
  17. প্রশ্ন : মানিক গতিশীলতার প্রকারভেদ আলোচনা করো?
  18. প্রশ্ন : অপরাধের কারণ গুলো উল্লেখ করো?
  19. প্রশ্ন : সামাজিক নিয়ন্ত্রণের সংজ্ঞা দাও?
  20. প্রশ্ন : সামাজিক সমস্যা বলতে কী বোঝো?
  21. প্রশ্ন : AIDS কি? এর লক্ষন গুলো লিখ?
  22. প্রশ্ন : পুঁজিবাদী সমাজ ব্যবস্থা কি?
  23. প্রশ্ন : সামাজিক পরিবর্তনের সংজ্ঞা দাও?
  24. প্রশ্ন : সামাজিক পরিবর্তনের উপাদান সমূহ সংক্ষেপে আলোচনা করো?

ডিগ্রি ১ম বর্ষ সমাজবিজ্ঞান সাজেশন্স ২০১৯

গ-বিভাগ(রচনামূলক প্রশ্নাবলী)

যে কোন পাঁচটি প্রশ্নের উত্তর দিতে হবে(পূর্ণমান=৫০)

  1. প্রশ্ন : সমাজবিজ্ঞান পাঠের প্রয়োজনীয়তা আলোচনা করো?
  2. প্রশ্ন : সমাজবিজ্ঞানে অগাস্ট কোঁৎ এর অবদান মূল্যায়ন কর?
  3. প্রশ্ন : সামাজিক গবেষণায় ব্যবহৃত পদ্ধতি সমূহ আলোচনা করো?
  4. প্রশ্ন : সংস্কৃতি ও সভ্যতার মধ্যে পার্থক্য ব্যাখ্যা করো?
  5. প্রশ্ন : সামাজিকীকরণ প্রক্রিয়ায় শিক্ষা প্রতিষ্ঠান ভূমিকা আলোচনা করো?
  6. প্রশ্ন : সমাজ কাঠামোর উপাদান সমূহ আলোচনা কর?
  7. প্রশ্ন : পরিবারের প্রকারভেদ বা শ্রেণীবিভাগ আলোচনা করো?
  8. প্রশ্ন : আধুনিক পরিবারের কার্যাবলী আলোচনা করো?
  9. প্রশ্ন : সামাজিক নিয়ন্ত্রণের বাহন হিসেবে ধর্মের ভূমিকা আলোচনা করো?
  10. প্রশ্ন : সামাজিক নিয়ন্ত্রণের বাহন সমূহ আলোচনা করো?
  11. প্রশ্ন : বেকারত্বের সংজ্ঞা দাও .বেকারত্বের কারণ গুলি আলোচনা করো?
  12. প্রশ্ন : শিকার ও খাদ্য সংগ্রহ ভিত্তিক সমাজ সম্পর্কে আলোচনা করো?
  13. প্রশ্ন : বাংলাদেশের সমাজ ব্যবস্থার উপর বিশ্বায়নের প্রভাব আলোচনা করো?

degree 1st year sociology suggestion 2019

ডিগ্রি প্রথম বর্ষ সমাজবিজ্ঞান সাজেশন্স

সমাজবিজ্ঞান দ্বিতীয় পত্র

সামাজিক ইতিহাস ও নৃবিজ্ঞান

অতি সংক্ষিপ্ত প্রশ্নাবলী

যে কোন দশটি প্রশ্নের উত্তর দিতে হবে(পূর্ণমান=১০)

১. প্রশ্ন : সামাজিক ইতিহাস কি বা কাকে বলে?

উত্তর : সামাজিক ইতিহাস হল সমাজস্থ মানুষের আর্থসামাজিক, ধর্মীয়, রাজনৈতিক কার্যকলাপ, পরিবর্তনশীল সমাজ কাঠামো এবং বিশ্বাস ও মূল্যবোধের যুক্তি-প্রমাণ নির্ভর বিজ্ঞানভিত্তিক অধ্যায়ন।

২. প্রশ্ন : সামাজিক ইতিহাস সম্পর্কে ভিকো এর সংজ্ঞাটি কি?

উত্তর : সামাজিক ইতিহাস হচ্ছে সমাজের বিভিন্ন ঘটনা যেমন প্রথা, আচার, জীবনযাপন প্রণালী, অনুষ্ঠান, প্রতিষ্ঠান ইত্যাদি সমন্বয়ে গঠিত ইতিহাস।

৩. প্রশ্ন  : political economy বইটি কার লেখা?

উত্তর : political economy বইটি লিখেন কার্ল মার্কস (karl Marx).

৪. প্রশ্ন : আকবর নামা ও আইন-ই-আকবরী গ্রন্থের রচয়িতা কে?

উত্তর : আবুল ফজল।

৫. প্রশ্ন : ‘কিতাবুল হিন্দ’ গ্রন্থের রচয়িতা কে?

উত্তর : আল বিরুনী।

৬. প্রশ্ন:  ancient society গ্রন্থটির রচয়িতা কে?

উত্তর : এল এইচ মরগান।

৭. প্রশ্ন : culture বা সংস্কৃতি কি?

উত্তর : Culture অর্থ – কর্ষণ বা চাষ. ইহা একটি জনগোষ্ঠীর সামগ্রিক জীবনের রূপরেখা।

৮. প্রশ্ন : প্রস্তর যুগ কি?

উত্তর : সমাজ বিবর্তনের যে যুগে মানুষ পাথরের হাতিয়ারের মাধ্যমে আত্মরক্ষা করতো তাকে বলা হয় প্রস্তর যুগ।

৯. প্রশ্ন : কোন যুগকে feudalism এর যুগ বলা হয়?

উত্তর : ইউরোপের ইতিহাসে মধ্যযুগ কে feudalism এর যুগ বলা হয়।

১০. প্রশ্ন : revolution of Neolithic age এর প্রবক্তা কে?

উত্তর : ভি গর্ডন চাইল্ড।

১১. প্রশ্ন : কখন তামার আবিষ্কার হয়?

উত্তর : নব্য প্রস্তর যুগের শেষের দিকে।

১২. প্রশ্ন : কৃষি কাজের আবিষ্কারক কারা?

উত্তর : কৃষিকাজের আবিষ্কারক হলো নারীরা।

১৩. প্রশ্ন : neolithic শব্দটির উৎপত্তি কোন শব্দ হতে?

উত্তর : neolithic শব্দটি এসেছে গ্রিক শব্দ Neo যার অর্থ নব বা নতুন এবং Lithas যার অর্থ পাথর এর সমন্বয়ে।

১৪. প্রশ্ন : civitas অর্থ কি?

উত্তর : civitas অর্থ হলো নগর বা নাগরিক।

১৫. প্রশ্ন : ভারতীয় উপমহাদেশের দুইটি প্রাচীন সভ্যতা কি কি?

উত্তর : হরপ্পা ও মহেঞ্জোদারো।

Degree 1st year sociology suggestion 2019

১৬. প্রশ্ন : a study of history গ্রন্থের লেখক কে?

উত্তর : a study of history গ্রন্থের লেখক আর্নল্ড টয়েনবি।

১৭. প্রশ্ন : মিশরীয়দের প্রধান ভাষার নাম কি?

উত্তর : মিশরীয়দের প্রধান ভাষার নাম আরবি ভাষা, যার লিখন পদ্ধতি হলো হায়ারোগ্লিফিক।

১৮. প্রশ্ন : heliopolis কি?

উত্তর : heliopolis হল সংযুক্ত মিশরের রাজধানী।

১৯. প্রশ্ন : মিশরে এখন পর্যন্ত কতটি পিরামিড টিকে আছে?

উত্তর : মিশরে এখন পর্যন্ত 70 টি পিরামিড আছে।

২০. প্রশ্ন : পিরামিড শব্দের অর্থ কি?

উত্তর : গ্রীক ভাষায় পিরামিড শব্দের অর্থ হলো খুব উচ্চ।

২১. প্রশ্ : ব্যাবিলন শব্দের অর্থ কি?

উত্তর : ব্যাবিলন শব্দের অর্থ দেবতার নগর।

২২. প্রশ্ন : ব্যাবিলনীয়দের প্রধান দেবতার নাম কি ছিল?

উত্তর : মারডক।

২৩. প্রশ্ন : হোয়া অর্থ কি?

উত্তর : হোয়া অর্থ ফুল।

২৪. প্রশ্ন : চীনের সর্বশ্রেষ্ঠ দার্শনিক কে?

উত্তর : চীনের সর্বশ্রেষ্ঠ দার্শনিক হলেন কনফুসিয়াস।

২৫. প্রশ্ন : হোমার কে ছিলেন?

উত্তর : গ্রিক মহাকবি ও সাহিত্যিক।

২৬. প্রশ্ন : রোমান আইন কি নামে পরিচিত ছিল?

উত্তর : রোমান আইন নাগরিকদের জনগণদের আইন নামে পরিচিত.

২৭. প্রশ্ন : এপিটাফ কি?

উত্তর : এপিটাফ হলো – জীবনধারার সাক্ষী, সমাজ চিত্রের দর্শন।

২৮. প্রশ্ন : manorial system বলতে কি বুঝ?

উত্তর : manor হচ্ছে সামন্ত যুগের কৃষিভিত্তিক সমাজের একটি অর্থনৈতিক সংগঠন।

২৯. প্রশ্ন : ম্যানর প্রথা কি বা ম্যানর বলতে কী বোঝো?

উত্তর :  ম্যানর মূলত একটি অর্থনৈতিক একক।

৩০. প্রশ্ন : রেনেসাঁ কি?

উত্তর : চতুর্দশ শতাব্দীতে ইউরোপের শিল্প ও সংস্কৃতি জগতে যে পুনর্জাগরণ শুরু হয় তাই ইতিহাসে রেনেসাঁ নামে পরিচিত।

ডিগ্রি ১ম বর্ষ সমাজবিজ্ঞান সাজেশন্স ২০১৯

৩১. প্রশ্ন : রেনেসাঁ শব্দের অর্থ কি?

উত্তর : রেনেসাঁ শব্দের অর্থ পুনর্জাগরণ।

৩২. প্রশ্ন : পুঁজিবাদ কি?

উত্তর : পুঁজিবাদ হলো এমন একটি উৎপাদন ব্যবস্থা যেখানে উৎপাদন ব্যবস্থা ব্যক্তিগত মালিকানার উপর ভিত্তি করে গড়ে ওঠে।

৩৩. প্রশ্ন : নৃবিজ্ঞান কাকে বলে?

উত্তর : যে বিজ্ঞান মানুষের দৈহিক ও সাংস্কৃতিক বৈশিষ্ট্য নিয়ে আলোচনা করে তাকে নিয়ে বিজ্ঞান বলে।

৩৪. প্রশ্ন : নৃবিজ্ঞানের জনক বলা হয় কাকে?

উত্তর : E.B. Tylor কে সামাজিক নিম বিজ্ঞানের জনক বলা হয়।

L.H. Morgan কে আধুনিক নৃবিজ্ঞানের জনক বলা হয়।

৩৫. প্রশ্ন : গোত্র কি?

উত্তর : রক্ত সম্পর্কের ভিত্তিতে গঠিত আদিম মাতৃসূত্রীয় সংগঠনের নাম গোত্র বা কৌম।

৩৬. প্রশ্ন : পরিবার কি?

উত্তর : পরিবার হল একত্রে বসবাস কারী ব্যক্তি সমষ্টি যারা বিবাহ সূত্রে, আত্মীয়তার সূত্রে, পিতা-মাতা সূত্রে আবদ্ধ একটি সামাজিক গোষ্ঠী। এটা হল ঘনিষ্ঠ সম্পর্কে আবদ্ধ ক্ষুদ্র গোষ্ঠী।

৩৭. প্রশ্ন : বিবাহ কি?

উত্তর : বিবাহ হচ্ছে সন্তান উৎপাদন ও প্রতি পালনের নিমিত্তে একটি চুক্তি।

৩৮. প্রশ্ন : কে সর্বপ্রথম কুলারিং ধারণাটি আলোচনা করেন?

উত্তর : ব্রিটিশ বিজ্ঞানী ম্যালিনোস্কি।

৩৯. প্রশ্ন : সম্পত্তি কাকে বলে?

উত্তর : কোন কিছুর মালিকানা বা এর নিরঙ্কুশ অধিকারকেই সম্পত্তি বলে।

৪০. প্রশ্ন : কারা সর্বপ্রথম লিখিত আইন প্রণয়ন করেন?

উত্তর : ব্যাবিলনীয় সভ্যতায় রাজা হাম্বুরাবি সর্ব প্রথম লিখিত আইন প্রণয়ন করেন।

৪১. প্রশ্ন : ধর্ম কি?

উত্তর : ধর্ম হচ্ছে মানুষের চেয়ে উচ্চতর এমন শক্তির সন্তুষ্টিবিধানের প্রচেষ্টা যা মানব জীবন ও প্রকৃতি ধারাকে নিয়ন্ত্রণ ও পরিচালনা করে।

Degree 1st Year Sociology suggestion 2019

৪২. প্রশ্ন : ব্যান্ড কি?

উত্তর : ক্ষুদ্র ও অস্থায়ী মানব সংগঠন কে ব্যান্ড বলে।

৪৩. প্রশ্ন : মহাপ্রানবাদ কি?

উত্তর : মহাপ্রানবাদ ধর্মবিশ্বাস সংক্রান্ত একটি মতবাদ।

৪৪. প্রশ্ন : ট্যাবু কি?

উত্তর : ধর্মের আধ্যাত্মিক ও অতি প্রাকৃতিক বস্তু প্রভৃতিতে বিশ্বাস স্থাপন করা. এরূপ অসাধারণ কিছু বিশ্বাস করা হয়. এসব অসাধারণ কিছু বস্তুর প্রতি বিশ্বাস স্থাপন ও ট্যাবু।

৪৫. প্রশ্ন : মমি কি?

উত্তর : প্রাচীন মিশরীয়রা মৃতদেহ কে সংরক্ষণের জন্য মমিতে পরিণত করত।

৪৬. প্রশ্ন : ট্যাবু শব্দটির অর্থ কি?

উত্তর : নিষিদ্ধ।

৪৭. প্রশ্ন : টোটেম কি?

উত্তর : টোটেম ঈশ্বরের প্রতীক।

৪৮. প্রশ্ন : রূপকথা কি?

উত্তর : রূপকথা হল কাল্পনিক কাহিনী অর্থাৎ লোকসংস্কৃতি একটি বিশেষ রূপ।

৪৯. প্রশ্ন : এথনিক গ্রপ কি?

উত্তর : এথনিক গ্রুপ হচ্ছে এমন একটি জনগোষ্ঠী যার সদস্যরা পরস্পর কোন সংস্কৃতি ও ঐতিহ্যের কারণে পরিচিত।

৫০. প্রশ্ন : বাংলাদেশের চারটি উপজাতির নাম লিখ?

উত্তর : সাঁওতাল, চাকমা, গারো ও ত্রিপুরা।

৫১. প্রশ্ন : চাকমা সমাজের প্রধান কে?

উত্তর : চাকমা সমাজের প্রধান চাকমা রাজা।

ডিগ্রি ১ম বর্ষ সমাজবিজ্ঞান সাজেশন্স ২০১৯

খ – বিভাগ(সংক্ষিপ্ত প্রশ্নাবলী)

যে কোন পাঁচটি প্রশ্নের উত্তর দিতে হবে(পূর্ণমান=২০)

  1. প্রশ্ন : সামাজিক ইতিহাসের সংজ্ঞা দাও?
  2. প্রশ্ন : সামাজিক ইতিহাসের বিষয়বস্তু কি?
  3. প্রশ্ন : প্রস্তর যুগ বলতে কী বোঝো?
  4. প্রশ্ন : নব্য প্রস্তর যুগ কাকে বলে এবং এর বৈশিষ্ট্য গুলো আলোচনা করো?
  5. প্রশ্ন : সভ্যতা কি?
  6. প্রশ্ন : নদী তীরবর্তী সভ্যতা বলতে কি বুঝ?
  7. প্রশ্ন : হাম্বুরাবি আইন কি?
  8. প্রশ্ন : সভ্যতার সংজ্ঞা দাও?
  9. প্রশ্ন : রোমান সভ্যতার পতনের কারণগুলি উল্লেখ করো?
  10. প্রশ্ন : সামন্ততন্ত্র বলতে কী বোঝো?
  11. প্রশ্ন : শিল্পায়িত সমাজ এর বৈশিষ্ট্য গুলি লেখ?
  12. প্রশ্ন : নৃবিজ্ঞানের সংজ্ঞা দাও ও বিজ্ঞান নৃবিজ্ঞান কাকে বলে?
  13. প্রশ্ন : প্রত্নতত্ত্ব কি?
  14. প্রশ্ন : নৃবিজ্ঞানের বৈশিষ্ট্য উল্লেখ করো?
  15. প্রশ্ন : জ্ঞাতি সম্পর্ক কাকে বলে?
  16. প্রশ্ন : বিবাহের সংজ্ঞা দাও?
  17. প্রশ্ন : শ্রেণী মূলক ও বর্ণনামূলক জ্ঞাতি সম্পর্কের মধ্যে পার্থক্য নির্দেশ কর?
  18. প্রশ্ন : খাদ্য অর্থনীতি কি?
  19. প্রশ্ন : আদিম অর্থনীতি বলতে কী বোঝায়?
  20. প্রশ্ন : রাষ্ট্র কি ?রাষ্ট্রের বৈশিষ্ট্য সমূহ কি কি?
  21. প্রশ্ন : ধর্মের সংজ্ঞা দাও?
  22. প্রশ্ন : সর্বপ্রাণবাদ ও মহাপ্রানবাদ বলতে কি বুঝ?
  23. প্রশ্ন : নরগোষ্ঠী বলতে কি বুঝ?
  24. প্রশ্ন : উপজাতি কাকে বলে?

ডিগ্রি ১ম বর্ষ সমাজবিজ্ঞান সাজেশন্স ২০১৯

গ-বিভাগ(রচনামূলক প্রশ্নাবলী)

যে কোন পাঁচটি প্রশ্নের উত্তর দিতে হবে(পূর্ণমান=৫০)

  1. প্রশ্ন : সামাজিক ইতিহাসের সাথে সমাজবিজ্ঞানের সম্পর্ক আলোচনা কর?
  2. প্রশ্ন : মধ্য প্রস্তর যুগের সামাজিক ও সাংস্কৃতিক বৈশিষ্ট্য সমূহ আলোচনা করো?
  3. প্রশ্ন : নব্য প্রস্তর যুগের সামাজিক ও সাংস্কৃতিক বৈশিষ্ট্য সমূহ আলোচনা করো?
  4. প্রশ্ন : মিশরকে কেন নীল নদের দান বলা হয় ব্যাখ্যা করো?
  5. প্রশ্ন : সিন্ধু সভ্যতার বৈশিষ্ট্য সমূহ আলোচনা করো?
  6. প্রশ্ন : গ্রিক সভ্যতা সংক্ষিপ্ত বর্ণনা দাও?
  7. প্রশ্ন : মধ্যযুগীয় ইউরোপের বিশ্ববিদ্যালয়ের উত্থান আলোচনা করো?
  8. প্রশ্ন : সমাজ জীবনের শিল্পায়নের ইতিবাচক দিকগুলো আলোচনা করো?
  9. প্রশ্ন : ভারতীয় উপমহাদেশে পুঁজিবাদ বিকাশের পথে অন্তরায় সমূহ আলোচনা কর?
  10. প্রশ্ন : নৃবিজ্ঞান পাঠের গুরুত্ব ও প্রয়োজনীয়তা আলোচনা করো?
  11. প্রশ্ন : পরিবারের কার্যাবলী লিখ?
  12. প্রশ্ন : মর্গান এর মত অনুযায়ী পরিবারের বিবর্তন আলোচনা করো?
  13. প্রশ্ন : আদিম সমাজের জীবন ছিল ভুরিভোজ না হয় উপবাস” ব্যাখ্যা করো?
  14. প্রশ্ন : রাষ্ট্রের উৎপত্তি সম্পর্কে লুই এর মতবাদ পর্যালোচনা কর?
  15. প্রশ্ন : ধর্ম ও যাদু বিদ্যার মধ্যে পার্থক্য নির্দেশ কর?
  16. প্রশ্ন : মহাস্থানগড় ও পাহাড়পুর আবিষ্কৃত প্রধান প্রধান প্রত্নতাত্ত্বিক নিদর্শন সমূহ    বর্ণনা করো?

For other subjects suggestion visit our website https://notunsokaal.com/


পরবর্তীতে দেখতে পোস্টটি শেয়ার করুন।

Facebook Comments

Filed Under: 1ST YEAR, Degree, Suggestions Tagged With: degree 1st year sociology suggestion 2019, degree 1st year suggestion, degree 1st year suggestion 2019, ডিগ্রি ১ম বর্ষ সমাজবিজ্ঞান সাজেশন্স ২০১৯

About Notun Sokaal

The author loves to write educational article for the students. He is a student of masters in Sociology. Writing articles has become his addiction. Because he wants to help Bangladeshi Students by his articles.

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Recent Posts

  • Eksheba gov bd Scholarship 2021 – Online Registration, Login and Result
  • PSC English Suggestion 2021 – (পিএসসি ইংরেজী সাজেশন্স)PSC English Exam Suggestion 2020
  • Bangladesh National Museum Job Result 2021 – BNM Written Exam Result
  • Cadet College Admission Test Result 2021
  • SSC Syllabus 2022 – New Short Syllabus PDF Download

Copyright © 2021 | Hosting Partner Boss Host BD