Degree 2nd Year Social Work Suggestion 2023
Contents
Degree 2nd Year Social Work Suggestion 2023
Here we come to you with degree social work short suggestion 2023 for you. If you are a degree 2nd year exam candidate then this suggestion is for you. Read this suggestion attentively so that you can answer all the question.
সমাজকর্ম – তৃতীয় পত্র
ক বিভাগ – অতি সংক্ষিপ্ত প্রশ্নাবলী
১. প্রশ্ন সামাজিক নীতির সংজ্ঞা দাও
উত্তর সামাজিক নীতি হলো আইন প্রশাসনিক নির্দেশনা এবং এজেন্সির বিধান দ্বারা প্রতিষ্ঠিত যেসব মূলনীতি কার্যপ্রণালী ও কর্ম সম্পাদনের উপায় সেগুলো মানুষের কল্যাণ কে প্রভাবিত করে।
২. প্রশ্ন সামাজিক নীতি প্রণয়ন প্রক্রিয়া দুটি ধাপ লিখ
উত্তর ক নীতি প্রণয়নের অনুভব প্রয়োজন খ কমিটি গঠন।
৩. প্রশ্ন সামাজিক নীতি দর্শন কি?
উত্তর সমাজের ন্যায় বিচার প্রতিষ্ঠা ।
৪. প্রশ্ন জাতীয় শিক্ষা নীতি কত সালে প্রণীত হয়
উত্তর 2010 সালে।
৫. প্রশ্ন উপানুষ্ঠানিক শিক্ষা কি?
উত্তর উপানুষ্ঠানিক শিক্ষার প্রাথমিক শিক্ষার পরিপূর্ণ ব্যবস্থা এর মাধ্যমে যে সকল শিশু কিশোর বিদ্যালয় ভর্তি হতে পারে না বা ঝরে পড়ে যায় তারা মৌলিক শিক্ষা লাভ করবে এবং কিছু ব্যবহারিক শিক্ষা পাবে তারা প্রয়োজনে বাস্তব জীবনে কাজে লাগাতে পারেন ।
৬. প্রশ্ন জনসংখ্যা নীতির স্লোগান কি?
উত্তর দুটি সন্তানের বেশি নয় একটি হলে ভালো হয় ।
৭. প্রশ্ন সর্বপ্রথম কোন গ্রন্থে পরিকল্পনার ধারণা পাওয়া যায়?
উত্তর প্লেটোর পাবলিক গ্রন্থে পরিকল্পনা ধারণাটি পাওয়া যায় ।
৮. প্রশ্ন কর্মসূচির পরিকল্পনা কি?
উত্তর পরিকল্পনা হচ্ছে সুনির্দিষ্ট লক্ষ্য অর্জনের সচেতন আসন্ন কার্য সম্পাদনের দিকনির্দেশনা ।
৯. প্রশ্ন বিশ্বের কোন দেশের সর্বপ্রথম পঞ্চবার্ষিক পরিকল্পনা গৃহীত হয়?
উত্তর পঞ্চবার্ষিকী পরিকল্পনা ধারণাটি সর্বপ্রথম বিংশ শতাব্দীর প্রথমার্ধে রাশিয়াতে উদ্ভব হয় ।
১০. প্রশ্ন পরিকল্পনার অর্থসংস্থানের বৈদেশিক উৎস কি?
উত্তর এক বিদেশি সাহায্য যেমন ঋণ অনুদান কারিগরি ও বিশেষজ্ঞ সহায়তা এবং দুই বিদেশি পুঁজি বিনিয়োগ ।
১১. প্রশ্ন ষষ্ঠ পঞ্চবার্ষিক পরিকল্পনার মেয়াদকাল কত??
উত্তর তিন বছর ।
১২. প্রশ্ন বাংলাদেশের এনজিও সমূহ সরকারের কোন দপ্তরের অধীনে রেজিস্ট্রি ভুক্ত
উত্তর এনজিও বিষয়ক ব্যুরো ।
ডিগ্রি ২য় বর্ষ সমাজকর্ম সাজেশনস ২০২৩
১৩. প্রশ্ন শ্রমকল্যাণ কি?
উত্তর শ্রমকল্যাণ হচ্ছে মজুরির বাইরে শ্রমিকদের বুদ্ধিবৃত্তিক ও সামাজিক উন্নয়নে প্রাপ্য শিল্পের জন্য অপরিহার্য নয় ।
১৪. প্রশ্ন বাংলাদেশ জাতীয় সমাজকল্যাণ পরিষদের সদস্য সংখ্যা কত?
উত্তর 82 জন ।
১৫. প্রশ্ন প্রতিবন্ধী কারা?
উত্তর প্রতিবন্ধী হচ্ছে ব্যক্তির দৈহিক ও মানসিক এমন অবস্থা বা অসামর্থ্যতা যা তার নির্দিষ্ট দায়িত্ব পালন ক্ষমতা সীমিত করে এ অবস্থা সাময়িক এবং আংশিক ও সম্পন্ন হতে পারে ।
১৬. প্রশ্ন অনুদান কি?
উত্তর কিংবা যে কোন ব্যক্তি কর্তৃক অন্য কোন প্রতিষ্ঠান দেশ বা অন্য কোন ব্যক্তি অনুকূলে বিনিময় হীনভাবে আর্থিক উৎপাদন প্রদান করাকে অনুদান বলে ।
১৭. প্রশ্ন গ্রামীণ ব্যাংক কে প্রতিষ্ঠা করেন??
উত্তর ড. মোহাম্মদ ইউনুস ।
১৮. প্রশ্ন ব্র্যাকের প্রতিষ্ঠাতা কে?
উত্তর ফজলে হাসান আবেদ ।
১৯. প্রশ্ন বাংলাদেশের ডায়াবেটিকস সমিতির প্রতিষ্ঠাতা কে?
উত্তর অধ্যাপক ড. মোহাম্মদ ইব্রাহিম ।
২০. প্রশ্ন বাংলাদেশ বহুমূত্র সমিতি কে কবে প্রতিষ্ঠা করেন??
উত্তর জাতীয় অধ্যাপক ড. মোহাম্মদ ইব্রাহিম ।
২১. প্রশ্ন আই এল ও এর সদর দপ্তর কোথায়?
উত্তর আই এল ও এর সদর দপ্তর সুইজারল্যান্ডের জেভেন আই ।
২২. প্রশ্ন ইউনেস্কো কি?
উত্তর ইউনেস্কো একটি জাতিসংঘের বিশেষায়িত সংস্থা ।
২৩. প্রশ্ন কত সালে সমাজ কল্যাণ পরিদপ্তর গঠন করা হয়
উত্তর ১৯৬১ সালে ।
২৪. প্রশ্ন প্রশাসনিক ব্যবস্থার সবচেয়ে গুরুত্বপূর্ণ উপাদান কোনটি?
উত্তর সমন্বয় ।
২৫. প্রশ্ন সামাজিক নিরাপত্তা কাকে বলে সামাজিক নিরাপত্তা কাকে বলে?
উত্তর আধুনিক শিল্প সমাজের পেশাগত দুর্ঘটনা অকাল মৃত্যু অসুস্থতা বেকারত্ব বার্ধক্যজনিত নির্ভরশীলতা ইত্যাদি আকস্মিক আর্থিক দুর্যোগ মোকাবেলায় গৃহীত অর্থনৈতিক প্রতিরক্ষামূলক কর্মসূচিকে সামাজিক নিরাপত্তা বলে ।
২৬. প্রশ্ন ব্রিটিশ শাসিত ভারতে কোন আইনের মধ্যে সামাজিক নিরাপত্তা সূচিত হয়?
উত্তর শ্রমিক ক্ষতিপূরণ আইন ।
২৭. প্রশ্ন কার নেতৃত্বে ইংল্যান্ডের সামাজিক নিরাপত্তা কর্মসূচি গৃহীত হয়?
উত্তর উইলিয়াম বিভারিজের ।
Degree 2nd Year Social Work Suggestion 2023
সমাজকর্ম (তৃতীয় পত্র)
খ বিভাগ
১. প্রশ্ন সামাজিক নীতির বৈশিষ্ট্য লিখ
২. প্রশ্ন সামাজিক নীতি বাস্তবায়নে হাতিয়ারগুলো উল্লেখ করো
৩. প্রশ্ন প্রাক প্রাথমিক শিক্ষা বলতে কী বোঝায়
৪. প্রশ্ন জাতীয় শিক্ষানীতি অনুযায়ী শিক্ষার স্তর গুলো উল্লেখ করো
৫. প্রশ্ন পরিকল্পনা কি?
৬. প্রশ্ন পরিকল্পনার লক্ষ্য ও উদ্দেশ্য কি কি?
৭. প্রশ্ন বাংলাদেশের পঞ্চবার্ষিকী পরিকল্পনা বলতে কি বুঝ?
৮. প্রশ্ন শহর সমাজসেবা কর্মসূচি বলতে কি বুঝ?
৯. প্রশ্ন শিশু কল্যাণ কি?
১০. প্রশ্ন প্রতিবন্ধী কাকে বলে?
১১. প্রশ্ন হাসপাতাল সমাজসেবা বলতে কি বুঝায়?
১২. প্রশ্ন বাংলাদেশের ডায়াবেটিকস বহুমূত্র সমিতি কি
১৩. প্রশ্ন স্বেচ্ছামূলক সমাজকল্যাণ বলতে কি বুঝায়?
১৪. প্রশ্ন প্রবীণ হিতৈষী সংঘের উদ্দেশ্য কি?
১৫. প্রশ্ন আন্তর্জাতিক শ্রম সংস্থা কি?
১৬. প্রশ্ন বাংলাদেশের বিশ্ব স্বাস্থ্য সংস্থার কার্যক্রম লিখ
১৭. প্রশ্ন রেড ক্রিসেন্ট সোসাইটি কি?
১৮. প্রশ্ন কে আর কি?
১৯. প্রশ্ন সামাজিক প্রশাসন কাকে বলে?
২০. প্রশ্ন সমন্বয় বলতে কি বুঝ?
২১. প্রশ্ন সামাজিক নিরাপত্তার সংজ্ঞা দাও
ডিগ্রি ২য় বর্ষ সমাজকর্ম সাজেশনস ২০২০
গ বিভাগ – সমাজকর্ম (তৃতীয় পত্র)
১. প্রশ্ন সামাজিক নীতি নির্ধারক সমূহ আলোচনা করো
২. প্রশ্ন সামাজিক নীতি প্রণয়নে প্রভাব বিস্তারকারী উপাদান গুলোর বিবরণ দাও
৩. প্রশ্ন জাতীয় জনসংখ্যা নীতি গুরুত্ব আলোচনা করো
৪. প্রশ্ন বাংলাদেশের নারীদের কল্যাণের নারী উন্নয়ন নীতি 2011 এর গুরুত্ব আলোচনা করো
৫. প্রশ্ন পরিকল্পনা বলতে কি বুঝ? পরিকল্পনার প্রয়োজনীয়তা উল্লেখ করো
৬. প্রশ্ন উত্তম পরিকল্পনার পূর্বশর্ত গুলো আলোচনা করো
৭. প্রশ্ন পঞ্চম পঞ্চবার্ষিকী পরিকল্পনার লক্ষ্য ও উদ্দেশ্য সমূহ
৮. প্রশ্ন বাংলাদেশ সরকারের পঞ্চম পঞ্চবার্ষিক পরিকল্পনা গঠিত সমাজ কল্যাণ নীতি ও কর্মকৌশল বর্ণনা করো
৯. প্রশ্ন পঞ্চবার্ষিকী পরিকল্পনার কৌশল সমূহ এবং তার ব্যর্থতা ও সফলতা বর্ণনা করো
১০. প্রশ্ন বাংলাদেশ হাসপাতাল সমাজসেবার গুরুত্ব বর্ণনা করো
১১. প্রশ্ন স্বেচ্ছাসেবী সমাজকল্যাণ সংস্থার বিকাশ সম্পর্কে আলোচনা করো
১২. প্রশ্ন ইউনিসেফ কি? বাংলাদেশ ইউনিসেফ এর কার্যক্রম ব্যাখ্যা করো
১৩. প্রশ্ন বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটি লক্ষ্য সমূহ উল্লেখ করো
১৪. প্রশ্ন সমাজকল্যাণ প্রশাসন কাকে বলে? বাংলাদেশের সমাজ কল্যাণ প্রশাসনিক কার্যাবলী আলোচনা করো
১৫. প্রশ্ন বাংলাদেশ সমাজ কল্যাণ প্রশাসনের গুরুত্ব আলোচনা করো
১৬. প্রশ্ন বাংলাদেশের সমাজ কল্যাণ কার্যাবলী সমন্বয় ক্ষেত্রে বিদ্যমান সমস্যাগুলো চিহ্নিত করো
১৭. প্রশ্ন সামাজিক নিরাপত্তার প্রয়োজনীয়তা ব্যাখ্যা করো
Degree 2nd Year Social Work Exam Suggestion 2023
সমাজকর্ম চতুর্থ পত্র
ক – বিভাগ – (অতি সংক্ষিপ্ত প্রশ্নাবলী)
১. প্রশ্ন সমাজকর্ম পদ্ধতি কি?
উত্তর সমাজকর্ম পদ্ধতি বলতে সমস্যা গ্রস্থ ব্যক্তি দল বা জনসমষ্টির প্রতিকার প্রতিরোধ ও উন্নয়নের জন্য পেশাদার সমাজকর্মী কর্তৃক অনুষ্ঠিত হতো পন্থা বা কৌশল কে বুঝাই।
২. প্রশ্ন we feeling এর ভাবার্থ কি
উত্তর we feeling এর ভাবার্থ অর্থ হল আমিত্ববোধ ।
৩. প্রশ্ন মন ও সামাজিক অনুধ্যানে তথ্য সংগ্রহের উৎস গুলো কি
উত্তর গৃহ পরিদর্শন পরিবার পর্যবেক্ষণ ডায়েরী ও যোগাযোগ প্রযুক্তি ।
৪. প্রশ্ন ব্যক্তি সমাজকর্ম কি?
উত্তর ব্যক্তি সমাজকর্ম পেশাদার সমাজকর্মের একটি মৌলিক পদ্ধতি যাওয়ার সমস্যা গ্রস্ত ব্যক্তির সমস্যা দূর করে এবং সামাজিক ভূমিকা পালনে সক্ষম করে তোলে তাকে ব্যক্তি সমাজকর্ম বলে ।
৫. প্রশ্ন একটি সমাজ কর্ম ভিত্তিক রচিয়তা কে?
উত্তর ম্যারি রিচমন্ড ।
৬. প্রশ্ন ব্যক্তি সমাজকর্মের ব্যক্তি কে?
উত্তর পেশাদার সমাজকর্মী ।
৭. প্রশ্ন দলীয় দ্বন্দ্ব কি?
উত্তর দলের অভ্যন্তরে সদস্যরা পরস্পরের মধ্যে যে দ্বন্দ্ব প্রদর্শন করে তাকে দলীয় দ্বন্দ্ব বলে ।
৮. প্রশ্ন দল সমাজকর্ম প্রক্রিয়ার কয়টি পর্যায়ে?
উত্তর পাঁচটি পর্যায় ।
৯. প্রশ্ন সোশ্যাল ওয়ার্ক ডিকশনারি বইটির রচিয়তা কে?
উত্তর রবার্ট এ বার কার ।
১০. প্রশ্ন সমষ্টি উন্নয়ন কি?
উত্তরঃ সমাজবিজ্ঞানী বেবি ডল বলেন পরিবর্তনশীল অবস্থার সাথে সামঞ্জস্য বিধানের জনগণকে অধিকতর সক্ষম করে তোলার লক্ষ্যে পরিচিত প্রক্রিয়াকে সমষ্টি উন্নয়ন বলা হয়
Degree 2nd Year Social Work Suggestion 2023
১১. প্রশ্ন সমষ্টি উন্নয়ন কি?
উত্তর যে কোন জনগোষ্ঠীর সার্বিক উন্নয়ন সাধন করে সমষ্টি উন্নয়ন ।
১২. প্রশ্ন দারিদ্র কি?
উত্তর দারিদ্র হলো মানুষের জীবন যাপনের এমন এক অবস্থা যেখানে সে জীবন ন্যূনতম মান বজায় রাখতে পারে না ।
১৩. প্রশ্ন নির্ভরশীলতা কি?
উত্তর নির্ভরশীলতা এমন এক ধরনের নিয়ন্ত্রণকারী ব্যবস্থা যেখানে এক শ্রেণীর দেশের অর্থনৈতিক অন্যান্য দেশের উন্নয়ন ও সম্প্রসারণ দ্বারা নিয়ন্ত্রিত হয় ।
১৪. প্রশ্ন সমাজকল্যাণের অন্যতম উপাদান হিসেবে স্বীকৃতি কোনটি
উত্তর দ্বিমুখী যোগাযোগ ।
১৫. প্রশ্ন সামাজিক কার্যক্রমের একটি সংজ্ঞা দাও
উত্তর সমাজকর্মের জ্ঞান ও দর্শনের উপর ভিত্তি করে সামাজিক অগ্রগতির পথে বাধা সৃষ্টি করে রীতি নীতির পরিবর্তন ও সংশোধনের লক্ষ্যে পরিচালিত প্রচেষ্টায় হতে সামাজিক কার্যক্রম ।
১৬. প্রশ্ন অনুভূত চাহিদা কি???
উত্তর অনুভূত হচ্ছে সমাজের ক্ষতিকর প্রভাব বিস্তার করে সমস্যা ।
১৭. প্রশ্ন সমাজকর্মের গবেষণা কাকে বলে?
উত্তর করবে বিভিন্ন সমস্যা মোকাবেলা এবং সমাজ কোন পেশা ও অনুশীলনের উন্নয়নের জন্য যে গবেষণা পরিচালনা করা হয় তাকে সমাজকর্মের গবেষণা বলে
১৮. প্রশ্ন পর্যবেক্ষণ কাকে বলে?
উত্তর এখন হচ্ছে কোন বিষয় বস্তু যা ঘটনাকে অবলোকন করা ।
১৯. প্রশ্ন উপাত্ত কাকে বলে?
উত্তর সমাজ কর্ম গবেষণা জনবিজ্ঞান ও পরিসংখ্যান এর প্রাণস্বরূপ প্রাথমিক ও অপরিহার্য উপাদান অনুসন্ধান গবেষণায় পরিসংখ্যানের সুনির্দিষ্ট ক্ষেত্র থেকে সংগ্রহ করাকে উপাত্ত বলে ।
২০. প্রশ্ন মৌসুমী বেকার কি??
উত্তর বছরের কোন সময় কাজ থাকা আবার কোন কাজ না থাকা অবস্থায় কে মৌসুমী বেকার বলে ।
২১. প্রশ্ন পর্যবেক্ষণ কি?
উত্তর পর্যবেক্ষণ হচ্ছে কোন বিষয় বা ঘটনাকে অবলোকন করা বা দেখা ।
২২. প্রশ্ন সাক্ষাৎকার প্রক্রিয়া এর কয়টি পক্ষ থাকে
উত্তর দুইটি পক্ষ থাকে ।