অনলাইনে রেলওয়ে ট্রেনের টিকিট কাটার নিয়ম

অনলাইনে রেলওয়ে ট্রেনের টিকিট কাটার নিয়ম – e ticket railway gov bd

অনেকেরই অনলাইনে ট্রেনের টিকিট কাটতে সমস্যা হচ্ছে। বাংলাদেশ রেলওয়ে তাদের e-ticketing সার্ভিসটি পরিবর্তন করেছে। গত 26 শে মার্চ ২০২২ তারিখ হতে নতুন নিয়মে ট্রেনের টিকিট কাটা যাবে। কিন্তু এর জন্য সবাইকে প্রথমে রেজিস্ট্রেশন করতে হবে। আজকের এই আর্টিকেল এর মাধ্যমে আমরা আপনাদের রেজিস্ট্রেশন করার নিয়ম এবং কিভাবে টিকিট কিনবেন সেটা দেখিয়ে দিব। রেলওয়ে টিকিট পেতে সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন।

বাংলাদেশ রেলওয়ে e-ticket সেবা সম্পূর্ণভাবে পরিবর্তন করেছে। এখন এই সেবাটি সম্পূর্ণরূপে কন্ট্রোল করবে shohoz.com। পুরাতন সার্ভিস এবং ওয়েবসাইট দুটোই বন্ধ করা হয়েছে এবং নতুন ওয়েবসাইট খোলা হয়েছে। সুতরাং নতুন ওয়েবসাইটে কিভাবে রেজিস্ট্রেশন করবেন এবং কিভাবে ট্রেন টিকিট কাটবেন সে বিষয়ে আলোচনা হবে। তো চলুন শুরু করা যাক।

অনলাইনে ট্রেনের টিকিট

মানুষ এখন অনলাইনে ট্রেনের টিকেট কাটতে বেশি স্বাচ্ছন্দ্যবোধ করে। কারণ এখন ঘরে বসে অনলাইনের মাধ্যমে ট্রেনের টিকিট খুব সহজেই কাটা যায়। এখন একই স্থান থেকে অন্য স্থানে ট্রেনযোগে যেতে আপনাকে রেল স্টেশনে যেতে হবে না। বাংলাদেশ রেলওয়ে ই টিকেট অফিশিয়াল ওয়েব সাইটে রেজিস্ট্রেশন এর মাধ্যমে আপনি খুব সহজেই অনলাইনে ট্রেনের টিকেট কাটতে পারবেন।

এই আর্টিকেলের মাধ্যমে আমরা e ticket railway gov bd তে রেজিস্ট্রেশন করার নিয়ম, পরবর্তীতে লগইন করার নিয়ম এবং টিকিট কাটার নিয়ম বিস্তারিত আলোচনা করব। কিন্তু সঠিক ভাবে রেলওয়ে টিকিট ক্রয় করার জন্য আপনাকে সম্পূর্ণ আর্টিকেলটি মনোযোগ দিয়ে পড়তে হবে। আর আমাদের দেখানো নিয়মে রেজিস্ট্রেশন করতে হবে ও লগইন করতে হবে। তাহলে চলুন ধাপে ধাপে আমরা ট্রেনের টিকিট কাটার নিয়ম জেনে নি।

অনলাইনে রেলওয়ে ট্রেনের টিকিট কাটার নিয়ম

বাংলাদেশ রেলওয়ে ই টিকেট সেবার মাধ্যমে অনলাইনে ট্রেনের টিকিট কাটার নিয়ম সম্পর্কে বিস্তারিত দেখুন। এখানে আপনি ভিসা কার্ড মাস্টার কার্ড নেক্সাস কার্ড ব্র্যাক ব্যাংক এবং মোবাইল ব্যাংকিং (বিকাশ, রকেট, নগদ) এর মাধ্যমে টিকিটের পেমেন্ট করতে পারবেন। প্রথমে আপনাকে অফিশিয়াল ওয়েবসাইটে e ticket railway gov bd রেজিস্ট্রেশন করতে হবে। সহজ.কম থেকে টিকিট ক্রয় করতে পারবেন । তো চলুন রেজিস্ট্রেশন করার প্রক্রিয়া দেখে নেওয়া যাক।

e ticket railway gov bd রেজিস্ট্রেশন প্রক্রিয়া

প্রথমে আপনাকে অফিশিয়াল ওয়েবসাইটে যেতে হবে

রেলওয়ে অফিশিয়াল ওয়েবসাইট হলো eticket.railway.gov.bd

তারপর উপরের লিংকে কাজ না করলে Alternate Link এ ক্লিক করুন

এরপর মেনু থেকে Registration অপশনে ক্লিক করুন

এই পেজে আপনার নাম, ইমেইল, মোবাইল নাম্বার, এনআইডি নাম্বার, পোস্ট কোড এবং ঠিকানা সঠিক ভাবে লিখুন

সবকিছু ঠিক ভাবে লেখা হলে SIGN UP বাটনে ক্লিক করুন

e-ticket-registration

e ticket login

আপনার যদি পূর্বে সাইন আপ করা থাকে তাহলে আপনাকে প্রথমে লগইন করতে হবে

Login এর জন্য প্রথমে আপনাকে অফিশিয়াল ওয়েবসাইটে যেতে হবে।

অফিশিয়াল ওয়েবসাইটের লিংক eticket.railway.gov.bd

উপরের লিংকে কাজ না করলে Alternate Link এ ক্লিক করুন

নতুন পেজে আপনার মোবাইল নাম্বার এবং পাসওয়ার্ড দিন

সবশেষে LOGIN অপশন এ ক্লিক করুন

e-ticket-login

ট্রেনের টিকিট ক্রয়

উপরের ধাপগুলো সঠিকভাবে সম্পন্ন করার পরে অর্থাৎ রেজিস্ট্রেশন এবং লগইন সফলভাবে করা হয়ে গেলে এবার ট্রেনের টিকিট ক্রয় কিভাবে করতে হয় তা নিয়ে আমরা আলোচনা করবো।

  • প্রথমে eticket.railway.gov.bd এই লিংকে গিয়ে লগইন করুন
  • উপরের লিংকে কাজ না করলে অল্টারনেট লিংক ব্যবহার করুন
  • নতুন পেজে আপনি কোথা থেকে কোথায় যাবেন সেটা সিলেক্ট করুন
  • কত তারিখে ভ্রমণ করতে যাবেন তা লিখুন এবং কোন ট্রেনে যেতে চান সেটা সিলেক্ট করুন
  • তারপর FIND TICKET এ ক্লিক করুন

buy-train-ticket

এরপর আপনার সামনে একটি সার্চ রেজাল্ট আসবে। সেখানে আপনার পছন্দমত ট্রেনের View Seats অপশনে ক্লিক করতে হবে।

এরপর আপনার সিট পছন্দ করার জন্য অপশন আসবে, আপনি একবারে সর্বোচ্চ চারটি টিকিট ক্রয় করতে পারবেন

সিদ পছন্দের পরে আপনাকে CONTINUE PURCHASE অপশনে ক্লিক করতে হবে

এবার প্রেমেন্ট এর জন্য আপনাকে বিকাশ, ক্রেডিট অথবা ডেবিট কার্ড সিলেক্ট করতে হবে

সবশেষে আপনাকে CONFIRM PURCHASE অপশনে ক্লিক করতে হবে

ticket-buy-online

আশা করছি আপনি সফলভাবে ট্রেনের টিকিট ক্রয় করতে পেরেছেন। সহজ নিয়মে ট্রেনের টিকিট ক্রয় করার উপায় আপনাদের দেখানো হলো। আশা করি আমাদের আর্টিকেলটি আপনাদের ভাল লেগেছে। এরকম আরো গুরুত্বপূর্ণ আর্টিকেল পড়তে আমাদের ওয়েবসাইটের সাথে থাকুন। ধন্যবাদ জানিয়ে আজকে এখানেই শেষ করছি।

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *