Rom এর পূর্ণরূপ কি?

Rom এর পূর্ণরূপ কি?

যারা কম্পিউটার ব্যবহার করেন তারা প্রত্যেকেই কম্পিউটারের এই ডিভাইসটির সাথে পরিচিত রয়েছেন। ROM কম্পিউটারের একটি ডিভাইস। যে ডিভাইস ছাড়া আমরা কম্পিউটার ব্যবহার করতে পারি না। কম্পিউটারের স্থায়ী মেমোরি হিসেবে আমরা রম কে জেনে থাকি। যারা কম্পিউটার ব্যবহার সম্পর্কে জানেন তারা এসব বিষয়ের বিস্তারিত তথ্য আগে থেকেই জানেন। আজকে আমরা rom নিয়ে যত গুরুত্বপূর্ণ আলোচনা রয়েছে। সকল আলোচনা গুলো একসাথে আমাদের প্রবন্ধের মাধ্যমে আপনাদের সামনে উপস্থাপন করছি। আপনারা যেখান থেকে আমাদের প্রবন্ধ গুলো দেখেন না কেন তারা  সম্পর্কে জানবেন।

এটি একটি ইলেকট্রনিক্স ডিভাইস কম্পিউটারের স্টোর এস সিস্টেম। যেখানে স্থায়ী তথ্যগুলো সংরক্ষণ করে রাখা হয়।  মূলত একটি কম্পিউটার ডিভাইস। কম্পিউটার ছাড়া অন্য কোন ক্ষেত্রে রম ব্যবহার করা হয় না। আমরা প্রত্যেকেই হয়তো ইলেকট্রনিক্স ব্যবহার করি। আমরা জানি যে, আমাদের ইলেকট্রনিক্স ডিভাইস গুলোতে তথ্য সঞ্চয় করার জন্য মেমোরির ব্যবহার রয়েছে।

আমরা যদি আমাদের ডিভাইস গুলোতে মেমোরি ব্যবহার না করি তাহলে কোন তথ্য আমাদের ডিভাইসে রাখতে পারব না যেমন:- মোবাইল অথবা কম্পিউটার। মোবাইল বা কম্পিউটার যদি আমরা ব্যবহার করি। তাহলে সেখানে অবশ্যই থাকতে হবে মেমোরি না থাকে তাহলে সেটি রীতিমতো অকার্যকর। কেননা আপনার ইলেকট্রিক্যাল ডিভাইসের জন্য যদি কোন তথ্যই না থাকে তাহলে সেটি আপনার কোন কাজে আসবেনা। আজকে আমরা সেই জন্যই  সম্পর্কে বিস্তারিত আলোচনা করতে যাচ্ছি যেটি প্রত্যেকেরই জানা প্রয়োজন।

 

ROM  এর পূর্ণরূপ:- Read only memory

 

রম এর পূর্ণরূপ কি?

ROM মূলত একটি কম্পিউটার স্টোর ডিভাইস। যা কম্পিউটারের প্রাইমারি মেমরি এর একটি অংশ। যেটিকে বিভিন্ন ধরনের প্রোগ্রাম সফটওয়্যার হিসেবে ইনসুল করে রাখা হয়। এছাড়াও রম হলো নন হোলাকিল মেমরি। যার অর্থ একটি অল স্থিতিশীল মেমরি। যেখানে এক ধরনের স্থায়ী ভাবে তথ্য সংরক্ষণ করে রাখা যায়। কম্পিউটারে যদি আপনি ফিক্সড কোন কিছু থাকতে চান।

তাহলে অবশ্যই rom এর সাহায্যে সেটিকে রাখতে হবে। কম্পিউটারে স্থায়ী তথ্য রাখা যেমন: কম্পিউটার মাদারবোর্ড এর উপরে ফিক্সড অবস্থায় থাকে সেটি হলো রম। মাদারবোর্ডে যেই স্থায়ী একটি মেমোরি ফিক্সড করে রাখা হয় সেটিকে রম বলা হয়। ROM মূলত রিড অনলি মেমোরির নামে আমাদের প্রত্যেকের কাছেই সুপরিচিত।

rom এর ব্যবহার সম্পর্কে অনেকেই হয়তো অনেক ভাবে জেনেছেন। আজকে আমরা যে সকল তথ্যগুলো আপনাদের সামনে উপস্থাপন করলাম। এ সকল তথ্যগুলো হয়তো আপনারা অনেকেই অনেক জায়গায় শুনেছেন। কিন্তু সবথেকে গুরুত্বপূর্ণ যে বিষয়টি সেটি হল রম থেকে কোন তথ্য সহজেই মুছে ফেলা যায় না। আপনি যে তথ্যগুলোর ROM এ সংযুক্ত করবেন। সে সকল তথ্যগুলো ভবিষ্যতের জন্য সংরক্ষিত থেকে যাবে।

অনেকেই অনেক ধরনের সফটওয়্যার রম এর মধ্যে রাখেন। rom ছাড়া যদি অন্য যেকোনো কোথাও আপনি আপনার প্রয়োজনীয় সফটওয়্যার গুলো রাখেন। তাহলে সেখান থেকে শেষে সকল সফটওয়্যার গুলো হারিয়ে যাওয়া সম্ভাবনা রয়েছে। কিন্তু আপনি যদি রম এর মধ্যে এসে সকল তথ্যগুলো রাখেন। তাহলে সেগুলো হারিয়ে যাওয়ার সম্ভাবনা অনেকাংশেই কম।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *