Degree 1st year Geography Suggestion 2023 st Part pdf download

Degree 1st year Geography Suggestion 2023

Degree 1st year Geography Suggestion 2023

Degree 1st year Geography Suggestion 2023. Geography 1st part (Physical Geography and Environment). ডিগ্রি ১ম বর্ষ ভূগোল সাজেশন্স

 

ভূগোল ও পরিবেশ – প্রথম পত্র
(প্রাকৃতিক ভূগোল ও পরিবেশ)

ক – বিভাগ (অতি সংক্ষিপ্ত প্রশ্নাবলী)
১. প্রশ্ন : পরিবেশ কি?
উত্তর : ভূমন্ডলের যে অবস্থা, শক্তি এবং বস্তুসমূহ সামগ্রিকভাবে জীবজগত কে প্রভাবিত করে তাই পরিবেশ।

২. প্রশ্ন : PH স্কেল কি?
উত্তর : যে স্কেলের সাহায্যে কোন অম্লীয় ও ক্ষারীয় দ্রবণের PH হিসাব করা যায় সেটাই PH স্কেল।

৩. প্রশ্ন : বিশ্ব পরিবেশ দিবস কত তারিখে পালিত হয়?
উত্তর : ৫ জুন।

৪. প্রশ্ন : ইকোসিস্টেম(Ecosystem) কাকে বলে?
উত্তর : দৃষ্টি স্থানে বসবাসরত জীব সম্প্রদায়ের বিভিন্ন সদস্যের সাথে ওই স্থানের জরো উপাদান সমূহের সকল সদস্য আদান-প্রদানের মাধ্যমে যে অনুকূল বসতি গড়ে ওঠে তাকে বাস্তুতন্ত্র বা ইকোসিস্টেম বলে।

৫. প্রশ্ন : নাইট্রোজেন চক্র কি?
উত্তর : যে চক্রাকার পদ্ধতিতে বায়ু থেকে নাইট্রোজেন প্রথমে মাটিতে এবং সেখান থেকে জীবদেহে আবার জীব দেহ থেকে মাটিতে এবং মাটি থেকে বায়ুতে ফিরে যাই, তাকে নাইট্রোজেন চক্র বলে। 

৬. প্রশ্ন : সৌরশক্তি কি?
উত্তর : সূর্য থেকে বিকিরিত ক্ষুদ্র আলোক তরঙ্গ ও শক্তি যা পৃথিবীতে এসে পৌঁছায় তাকে সৌরশক্তি বলে।

৭. প্রশ্ন : তিনটি প্রচলিত শক্তির উৎসের নাম লিখ।
উত্তরঃ কয়লা, খনিজ তেল এবং প্রাকৃতিক গ্যাস।

৮. প্রশ্ন : পানি চক্র কি?
উত্তর : পানি চক্র হলো পানি রাশির বিভিন্ন অবয়বের চক্রাকার আবর্তন।

৯. প্রশ্ন : একজন পানি বিজ্ঞানীর নাম লিখ।
উত্তর : পানি বিজ্ঞানী R.K Linsley.

১০. প্রশ্ন : Base flow কি?
উত্তর : ভূপৃষ্ঠের গভীরতম অংশ দিয়ে প্রবাহমান পানির রাশি কে ভূগর্ভস্থ প্রবাহ(base flow) বলে।

ডিগ্রি ১ম বর্ষ ভূগোল সাজেশন্স 

১১. প্রশ্ন : প্রাকৃতিক ভূগোলের সংজ্ঞা দাও?
উত্তর : ভূপৃষ্ঠের প্রাকৃতিক অবয়ব, বিশেষত এর বর্তমান রূপ, ভূ গঠন, জলবায়ু, স্রোত সমূহ এবং উদ্ভিদ ও প্রাণী কূলের বন্টন কে অন্তর্ভুক্ত করে বিজ্ঞানসম্মত পর্যালোচনা হচ্ছে প্রাকৃতিক ভূগোল।

১২. প্রশ্ন : বায়ুমন্ডলের বয়স কত?
উত্তর : অনুমান করা হয় বায়ুমন্ডলের বয়স প্রায় ৩৫ কোটি বছর।

১৩. প্রশ্ন ; কর্কটক্রান্তি রেখা কি?
উত্তর : ২৩.১২ ডিগ্রী উত্তর অক্ষরেখা কর্কটক্রান্তি রেখা বলে।

১৪. প্রশ্ন : পৃথিবীর ব্যাসার্ধ কত?
উত্তর : পৃথিবীর ব্যাসার্ধ ৬৩৭১ কিলোমিটার।

১৫. প্রশ্ন : সিয়াল ও সিমা কি?
উত্তর : শিয়াল হল সিলিকন + অ্যালুমিনিয়াম ও সীমা হলো সিলিকন প্লাস ম্যাগনেসিয়াম।

১৬. প্রশ্ন : ভূত্বক কি?
উত্তর : পৃথিবীর বাইরের পাতলা আবরণ কে ভূত্বক বলে।

১৭. প্রশ্ন : ম্যাগমা কি?
উত্তর : ভূ অভ্যন্তরীণ উত্তপ্ত গলিত পদার্থকে ম্যাগমা বলে।

১৮. প্রশ্ন : জিপসাম কি?
উত্তর : জিপসাম হলো রাসায়নিক পাললিক শিলা।

১৯. প্রশ্ন : শিলাচক্র কি?
উত্তর : আগ্নেয় শিলা থেকে পাললিক শিলার মধ্যে দিয়ে রূপান্তরিত শিলার শিলা গঠক খনিজের সঞ্চার কে শিলাচক্র বলে।

২০. প্রশ্ন  ট্যামস কোণ কি?
উত্তর : বিচূণীভূত পদার্থ গড়িয়ে পর্বতের পাদদেশে যে কোণ গঠন করে তাই ট্যালস কোণ।

Degree 1st year Geography Suggestion 2023

২১. প্রশ্ন : জ্বালামুখ কি?
উত্তর : আগ্নেয়গিরি থেকে যে ছিদ্র পথের মাধ্যমে অগ্নুৎপাত হয়ে থাকে, তাকে জ্বালামুখ বলে। 

২২. প্রশ্ন : অঙ্গারণ কি?
উত্তর : শিলার মধ্যস্থ বিভিন্ন খনিজের সাথে কার্বন ডাই অক্সাইড গ্যাসের রাসায়নিক সংযোগ প্রক্রিয়াকে অঙ্গারণ(carbonation) বলে।

২৩. প্রশ্ন : চ্যুতি কি?
উত্তর : ভঙ্গুর শিলার অসমান পীড়নের ফলে ফাটল ও ধারণের সৃষ্টি ওই শীলার এক অংশ বিচ্যুত হলে তাকে চ্যুতি বলে । 

২৪. প্রশ্ন : পর্বত কাকে বলে?
উত্তর : ভূপৃষ্ঠের অতি উচ্চ  সুবিস্তৃত এবং খাড়া ঢাল বিশিষ্ট শিলা স্তুপ কে পর্বত বলে।

২৫. প্রশ্ন : শৃঙ্গ কি?
উত্তর : অধিক উচ্চ পর্বতের চূড়া কাকে বলে।

২৬. প্রশ্ন : ভূমিকম্প কাকে বলে?
উত্তর : নানাবিধ প্রাকৃতিক কারণে ভূ -অভ্যন্তরে আলোড়নের ফলে ভূত্বকের কোন কোন অংশ আকস্মিক ও ক্ষনস্থায়ী কম্পন সৃষ্টি হলে তখন তাকে ভূমিকম্প বলে।

২৭. প্রশ্ন : আগ্নেয়গিরি কাকে বলে?
উত্তর : ভূ-অভ্যন্তরস্থ লাভা, গ্যাস, ছাই, ধোয়া, জলীয় বাষ্প, কঠিন পদার্থ ইত্যাদি ভূপৃষ্ঠের ফাটল, ছিদ্র বা দুর্বল অংশ দিয়ে সশব্দে বা নিঃশব্দে বের হয়ে এসে ছিদ্র পথের চারপাশে স্তূপীকৃত হয়ে যে উচ্চভূমির সৃষ্টি করে তাকে আগ্নেয়গিরি বলে।

২৮. প্রশ্ন : বিশ্বে কতটি জীবন্ত আগ্নেয়গিরি রয়েছে?
উত্তর : ৫২৯ টি।

২৯. প্রশ্ন : লাভা কি?
উত্তর : আগ্নেয়গিরি থেকে যে ছিদ্র পথের মাধ্যমে অগ্নুৎপাত হয়ে থাকে তাকে জ্বালামুখ বলে আর জ্বালামুখ হতে নির্গত পদার্থকে লাভা বলে।

৩০. প্রশ্ন : বিশ্বের বৃহত্তম ব-দ্বীপ কোনটি?
উত্তর : বিশ্বের বৃহত্তম ব দ্বীপ বাংলাদেশ।

৩১. প্রশ্ন : বায়ুমণ্ডল কাকে বলে?
পৃথিবীকে ঘিরে স্বাদ, বর্ণ ও গন্ধ হীন গ্যাসের যে বলয় তাকি বায়ুমন্ডল বলে।

৩২. প্রশ্ন : আদ্রতা কি?
উত্তর : বায়ুমণ্ডলে জলীয় বাষ্পের উপস্থিতিকে আদ্রতা বলে।

৩৩. প্রশ্ন : জলবায়ু কাকে বলে?
কোনো স্থান বা অঞ্চলের 20-30 বছরের দৈনন্দিন আবহাওয়া পর্যালোচনা করে যে সাধারণ গড় অবস্থা পাওয়া যায় তাকে জলবায়ু বলে।

৩৪. প্রশ্ন : মরা কটাল কি?
উত্তর : পূর্ণিমা ও অমাবস্যার প্রবল জোয়ারের পর সপ্তমী অষ্টমী তিথিতে মরা জোয়ার বা মরা কাটাল বলে।

ডিগ্রি ১ম বর্ষ ভূগোল সাজেশন্স

Degree 1st year Geography Suggestion 2023

খ-বিভাগ (সংক্ষিপ্ত প্রশ্নাবলী)
১. প্রশ্ন পানি দূষণ কি?
২. প্রশ্ন কার্বন চক্র কি?
৩. প্রশ্ন শিলা ও খনিজের মধ্যে পার্থক্য নির্ণয় কর?
৪. প্রশ্ন পানি চক্র কি?
৫. প্রশ্ন প্রাকৃতিক ভূগোল বলতে কী বোঝো?
৬. প্রশ্ন পৃথিবীর আকার কিরূপ?
৭. প্রশ্ন রূপান্তরিত শিলা বলতে কি বুঝ?
৮. প্রশ্ন যান্ত্রিক বিচূর্ণীভবন বর্ণনা করো?
৯. প্রশ্ন ভূ আলোড়ন কি?
১০. প্রশ্ন লোয়েস বলতে কী বোঝো?
১১. প্রশ্ন প্লাবন সমভূমির সংক্ষিপ্ত বিবরণ দাও?
১২. প্রশ্ন জলবায়ুর উপাদান সমূহ আলোচনা করো?
১৩. প্রশ্ন স্থানীয় বায়ু কি?
১৪. প্রশ্ন শৈলোৎক্ষেপ বৃষ্টিপাত বর্ণনা করো?
১৫. প্রশ্ন নিরক্ষীয় জলবায়ুর বৈশিষ্ট্য আলোচনা করো?
১৬. প্রশ্ন সমুদ্র বিজ্ঞানের সংজ্ঞা দাও?
১৭. প্রশ্ন সমুদ্র তলদেশের ভূমিরূপ বর্ণনা করো?
১৮. প্রশ্ন সামুদ্রিক তলানি সমূহ বর্ণনা করো?
১৯. প্রশ্ন লবণাক্ততা বলতে কি বুঝ?
২০. প্রশ্ন জোয়ার ভাটা কাকে বলে?

ডিগ্রি ১ম বর্ষ ভূগোল সাজেশন্স

গ-বিভাগ (রচনামূলক প্রশ্ন বলি)
১. প্রশ্ন পানি চক্রের উপাদান সমূহ ব্যাখ্যা কর?
২. প্রশ্ন খনিজ ও শক্তি সম্পদের সংরক্ষণ বর্ণনা করো?
৩. প্রশ্ন প্রাকৃতিক ভূগোলের বিষয়বস্তু বর্ণনা করো?
৪. প্রশ্ন পৃথিবীর আকার গোলাকার প্রমাণ করো?
৫. প্রশ্ন পাললিক শিলার বর্ণনা দাও?
৬. প্রশ্ন ভারত মহাসাগরের সমুদ্র স্রোত বর্ণনা করো?
৭. প্রশ্ন ভূমিকম্পের কারণ ও ফলাফল আলোচনা করো?
৮. প্রশ্ন হিমবাহের সঞ্চয় কার্যের দ্বারা সৃষ্ট ভূমিরূপ সমূহের বিবরণ দাও?
৯. প্রশ্ন বায়ুমণ্ডল গঠন কারি উপাদান সমূহ আলোচনা করো?
১০. প্রশ্ন জলবায়ু নিয়ন্ত্রণকারী নিয়ামক সমূহ ব্যাখ্যা করো?
১১. প্রশ্ন বিভিন্ন প্রকার সাময়িক বায়ু ও স্থানীয় বায়ুর বিবরণ দাও?
১২. প্রশ্ন মেঘ কি? মেঘের শ্রেণীবিভাগ পূর্বক বিভিন্ন প্রকার মেঘের বর্ণনা দাও?
১৩. প্রশ্ন সমুদ্র বিজ্ঞান পাঠের প্রয়োজনীয়তা লিখ?
১৪. প্রশ্ন জোয়ার -ভাটার কারণ ও প্রভাব আলোচনা কর?
১৫. প্রশ্ন বিভিন্ন প্রকার জোয়ার ভাটা আলোচনা করো?