Degree 2nd year sociology exam suggestion 2023

degree 2nd year sociology exam suggestion 2023

Degree 2nd Year Sociology Exam Suggestion 2023 -সমাজবিজ্ঞান-চতুর্থ পত্র

১. প্রশ্ন : মনোবিজ্ঞানের জনক কে?
উত্তর: উইলহেম উন্ড।

২. প্রশ্ন : জনমত গঠনে তিনটি বাহনের নাম লেখ?
উত্তর: সংবাদপত্র, বেতার, টেলিভিশন।

৩. প্রশ্ন : Social psychology গ্রন্থটির রচয়িতা কে?
উত্তর: এডওয়ার্ড রস

৪. প্রশ্ন : “সমাজবিজ্ঞান সমাজস্থ ব্যক্তির আচরণের বিজ্ঞান” উক্তিটি কে করেছেন?
উত্তর : প্রদত্ত সংজ্ঞা টি মনোবিজ্ঞানী ক্রেচ ক্রাচফিল্ড এন্ড বেলাচি এর

৫. প্রশ্ন : মনোভাব পরিমাপের সবচেয়ে কার্যকর পদ্ধতি কোনটি?
উত্তর : স্কেলিং পদ্ধতি।

৬. প্রশ্ন : সামাজিকীকরণ কি?
উত্তর : সামাজিকীকরণ এমন একটি প্রক্রিয়া যার মাধ্যমে মানব শিশু ক্রমশ সামাজিক মানুষের পরিণত হয়।

৭. প্রশ্ন: শিশুর সামাজিকীকরণ এর প্রধান মাধ্যম কোনটি?
উত্তর : বিদ্যালয়।

৮. প্রশ্ন : এরিকসন শিশুর মানসিক উন্নয়নে কয়টি পর্যায়ের কথা বলেছেন?
উত্তর: আটটি।

৯. প্রশ্ন: প্রত্যক্ষণ কি?
উত্তর: প্রত্যক্ষণ হল কোন বস্তুর উপলব্ধি বা ধারণা।

১০. প্রশ্ন : সংবেদন কি?
উত্তর: কোন বিষয় বা বস্তু সম্পর্কে আমাদের নিষ্ক্রিয় প্রাথমিক চেতনা হলো সংবেদন।

১১. প্রশ্ন: বাতিক কি?
উত্তর: শ্মশান এর সাথে সম্পর্কযুক্ত একটি গুরুত্বপূর্ণ প্রত্যয় হল বাতিক বা উগ্রসখ।

১২. প্রশ্ন : ব্যাক্তি প্রত্যক্ষণ কাকে বলে?
উত্তর : যে প্রক্রিয়ার সাহায্যে কোন ব্যক্তি অন্য ব্যক্তির আচরণ এর বিভিন্ন দিক সম্পর্কে কোন ধারণা করে তাকে ব্যাক্তি প্রত্যক্ষণ বলে।

১৩. প্রশ্ন: মনোভাব কি?
উত্তর : কোন বিষয় বস্তু বা ঘটনার প্রতি প্রতিক্রিয়া করার মানসিক প্রস্তুতি হলো মনোভাব।

১৪. প্রশ্ন: মনোভাবের উপাদান কয়টি ও কি কি?
উত্তর: তিনটি। যথা- জ্ঞান উপাদান, অনুভূতি উপাদান এবং কর্ম উপাদান।

১৫. প্রশ্ন: মনোভাব পরিমাপের সবচেয়ে কার্যকর মানক কোনটি?
উত্তর: মানব পদ্ধতি।

 

degree 2nd year sociology Exam suggestion 2023

১৬. প্রশ্ন: সামাজিক গোষ্ঠী কি?
উত্তর: গোষ্ঠী বলতে দুই বা ততোধিক ব্যক্তি সমষ্টি। যারা একটি স্বীকৃত সংগঠনের মাধ্যমে পরস্পরের উপর কাজ করে।

১৭. প্রশ্ন: “আমরা অনুভূতি” কোন গোষ্ঠীতে বিদ্যমান?
উত্তর : অন্তর গোষ্ঠীতে বিদ্যমান।

১৮. প্রশ্ন : অনৈচ্ছিক গোষ্ঠী কাকে বলে?
উত্তর : যে গোষ্ঠীর সদস্যরা ইচ্ছা করে নয় বরং জন্মগতভাবে সদস্য পদ লাভ করে সে গোষ্ঠীকে অনৈচ্ছিক গোষ্ঠী বলে।

১৯. প্রশ্ন : অবাচনিক যোগাযোগ কি?
উত্তর : ভাষা ব্যতীত মানুষ তার মুখ, চোখ, হাত, পা, শরীর প্রভৃতি বিভিন্ন অঙ্গ-প্রত্যঙ্গ সাহায্যে মুখ, দেহভঙ্গি, ইশারা প্রভৃতির মাধ্যমে মনের ভাব বিনিময়ের মাধ্যমে পারস্পরিক যে সম্পর্ক স্থাপন করে তাকে অবাচনিক যোগাযোগ বলে।

২০. প্রশ্ন: ব্যক্তিত্ব বলতে কী বোঝায়?
উত্তর : সাধারণভাবে ব্যক্তিত্ব বলতে ব্যক্তির সকল বৈশিষ্ট্যর সামগ্রিক রূপ কে বোঝায়। যার মাধ্যমে তার আচরণ ও মানসিক প্রক্রিয়ার অনুপম ধারা প্রকাশিত হয়ে থাকে।

২১. প্রশ্ন : অহম কি?
উত্তর : ব্যক্তির বাস্তব সত্তাই হল অহম।

২২. প্রশ্ন: প্রভু্ত্বি ব্যঞ্জক নেতৃত্ব কি?
উত্তর: যে নেতৃত্বে নেতা সর্বেসর্বা চরম ও পরম ক্ষমতার অধিকারী সে নেতৃত্ব হলো প্রভু্ত্বি ব্যঞ্জক নেতৃত্ব।

২৩. প্রশ্ন: গণ আচরণ কি?
উত্তর: জনগোষ্ঠীর সাদৃশ্যপূর্ণ অপেক্ষাকৃত পরিবর্তনশীল ক্ষণস্থায়ী আচরণকে গণ চরণ বলে।

২৪. প্রশ্ন: গুজব কি?
উত্তর: গুজব হচ্ছে মানুষের মুখে মুখে প্রচারিত কোন ঘটনার অপ্রতি পণ্য বিবরণ দ্রুত ব্যক্তির মধ্যে ছড়িয়ে পড়ে।

২৫. প্রশ্ন: জনতা কি?
উত্তর : কোন স্থানে পরস্পর প্রত্যক্ষভাবে সম্পর্কযুক্ত সামরিক ও অপেক্ষাকৃত কম সুসংঘবদ্ধ ব্যক্তিবর্গের সমাবেশকে জনতা বলা হয়।

২৬. প্রশ্ন: জনমত কেন পরিবর্তনশীল?
উত্তর: জনমতের উপজীব্য বিষয় এর পরিবর্তন এবং জনসাধারণের অভিমতের পরিবর্তনের জন্য জনমত পরিবর্তনশীল।

 

ডিগ্রি ২য় বর্ষ সমাজবিজ্ঞান সাজেশন্স ২০২৩

সমাজ বিজ্ঞান চতুর্থ পত্র
খ বিভাগ – সংক্ষিপ্ত প্রশ্নাবলী
১. প্রশ্ন বিজ্ঞান হিসেবে সমাজবিজ্ঞানের প্রকৃতি আলোচনা করো?
২. প্রশ্ন সমাজ মনোবিজ্ঞানের সাথে সমাজবিজ্ঞানের সম্পর্ক দেখাও?
৩. প্রশ্ন সামাজিকীকরণ বলতে কী বোঝো?
৪. প্রশ্ন সামাজিকীকরণের প্রক্রিয়া সমূহ আলোচনা করো?
৫. প্রশ্ন সামাজিক প্রত্যাখ্যান বলতে কী বোঝায়?
৬. প্রশ্ন মনোভাবের সংজ্ঞা দাও?
৭. প্রশ্ন মনোভাব পরিমাপের সমস্যা গুলি আলোচনা করো?
৮. প্রশ্ন গোষ্ঠীর সংগা দাও?
৯. প্রশ্ন অন্তর গোষ্ঠী ও বহির গোষ্ঠীর মধ্যে পার্থক্য আলোচনা করো?
১০. প্রশ্ন যোগাযোগ কাকে বলে?
১১. প্রশ্ন ভাষা সংস্কৃতি এবং চিন্তন কি?
১২. প্রশ্ন ব্যক্তিত্বের সংজ্ঞা দাও?
১৩. প্রশ্ন পর্যবেক্ষণ পদ্ধতির সুবিধা সমূহ উল্লেখ করো?
১৪. প্রশ্ন নেতৃত্ব ও কর্তৃত্বের মধ্যে পার্থক্য আলোচনা করো?
১৫. প্রশ্ন জনতার সংজ্ঞা দাও?
১৬. প্রশ্ন জনতা ও উশৃংখল জনতার মধ্যে পার্থক্য দেখাও?
১৭. প্রশ্ন জনমত গঠনের প্রক্রিয়া টি ব্যাখ্যা করো?

গ-বিভাগ

রচনামূলক প্রশ্ন বলি
১। প্রশ্ন সামাজিক মনোবিজ্ঞানের উৎপত্তি ও ক্রমবিকাশ আলোচনা করো?
২। প্রশ্ন সামাজিকীকরণ কি? সামাজিকীকরণ এর গুরুত্ব আলোচনা করো?
৩। প্রশ্ন সামাজিকীকরণে পরিবারের ভূমিকা আলোচনা করো?
৪। প্রশ্ন সামাজিক প্রত্যক্ষণের ধাপসমূহ ব্যাখ্যা করো?
৫। প্রশ্ন মনোভাব পরিমাপের ব্যবহৃত থার্সটন স্কেল আলোচনা করো?
৬। প্রশ্ন উদাহরণসহ গোষ্ঠীর বিভিন্ন ধরন আলোচনা করো?
৭। প্রশ্ন পারস্পরিক যোগাযোগে ভাষার গুরুত্ব কতটুকু আলোচনা করো?
৮। প্রশ্ন ফ্রয়েডের ব্যক্তিত্ব সম্পর্কিত তত্ত্বটি আলোচনা করো?
৯। প্রশ্ন একজন উত্তম নেতার বৈশিষ্ট্য সমূহ গুণাবলী ব্যাখ্যা করো?
১০। প্রশ্ন কার্যকরী প্রচারণার বিভিন্ন কৌশল ব্যাখ্যা করো?
১১। প্রশ্ন জনমত গঠনের মাধ্যম সমূহ আলোচনা কর?