PSC Math Suggestion 2023 পিএসসি গণিত সাজেশন্স

psc math suggestion 2023 – psc math suggestion 2023 pdf download, psc math question 2023, psc math model question 2023, psc suggestion 2023 pdf, psc suggestion 2023 all subject.

PSC Math Suggestion 2023

Here is the 100% Common psc math suggestion 2023-পিএসসি গণিত সাজেশন্স ২০২৩. It is very important for a class five student. Many of us request me to give psc math suggestion. For that reason I am sharing you this important suggestion for psc student. Mathematics is a very important subject in psc examination. some of students are afraid of this subjects. Don’t worry dear students, we are here for helping you.  Visit us for the final preparation for mathematics in your psc exam.

পি এস সি সাজেশন ২০২৩

প্রাথমিক গণিত
অধ্যায় -০১ গুন
১. প্রশ্ন : ১১০০×২০০= কত?
২. প্রশ্ন : একটি টেবিলের দাম ৫০০০ টাকা। ৫০০ টি টেবিলের দাম কত?
৩. প্রশ্ন : এমন তিনটি সংখ্যা লিখ যাদের গুণফল ও যোগফল সমান।
৪. প্রশ্ন : ২৩৩×১৭=৩৯৬১ এখানে, গুণ্য কত?
৫. প্রশ্ন : গুণ্য ২.৫ এবং গুণক ০.১ হলে গুণফল কত?
৬. প্রশ্ন : ৯৯ এবং ৭৫ এর গুণফল কত?
৭. প্রশ্ন : এক ব্যক্তির দৈনিক আয় ১৭৫ টাকা। তিনি ১ বছরে কত টাকা আয় করেন?
৮. প্রশ্ন : একটি খামারে ৯৯৯৯ টি মুরগি আছে। এরূপ ১০০ টি খামারে কত টি মুরগি আছে?
৯. প্রশ্ন : গুণফল÷ গুণ্য = কি?

psc math suggestion 2023
অধ্যায়-২ ভাগ
১. প্রশ্ন : ৫ টি আমের দাম ৭৫ টাকা হলে ১ টির দাম কত?
২. প্রশ্ন : দুই অঙ্কের কোন সংখ্যা দ্বারা ২০০ কে করলে গুণফল ১৯৮০০ হবে?
৩. প্রশ্ন : নিঃশেষে বিভাজ্যের ক্ষেত্রে ভাজক নির্ণয়ের সূত্রটি লিখ।
৪. প্রশ্ন‌‌‌‍ : নিঃশেষে বিভাজ্যের ক্ষেত্রে ভাজ্য নির্ণয়ের সূত্রটি লিখ।
৫. প্রশ্ন : (৭-১)÷___=২ এখানে _ ঘরে কত বসবে?
৬. প্রশ্ন : ১০=(১০৯-___)÷১০; এখানে খালি ঘরে কি বসবে?
৭. প্রশ্ন : একটি বই তৈরি করতে ২০ টাকা তা কাগজ লাগে। ৫০০০০ তা কাগজ দিয়ে কয়টি বই তৈরি করা যাবে?

পিএসসি গণিত সাজেশন্স ২০২৩

অধ্যায়-৩ (চার প্রক্রিয়া সম্পর্কিত সমস্যাবলি)

১. প্রশ্ন : ৪ টি কলমের মূল্য ৮০ টাকা হলে ১০ টি কলমের মূল্য কত?
২. প্রশ্ন : ২ ডজন খাতার দাম ৪৮০ টাকা হলে একটি খাতার দাম কত? এই সমস্যাটির গাণিতিক রূপ লেখ।
৩. প্রশ্ন : ১ ডজন পেনসিলের দাম ৪৮ টাকা হলে ৪ টি পেন্সিল এর দাম কত?
৪. প্রশ্ন : রনিকে তার বাবা ২০ টাকার একটি নোট দিলো। সে ১০ টাকা দিয়ে একটি পেন্সিল ও ৫ টাকা দিয়ে একটি রাবার কিনল। এক্ষেত্রে তার গাণিতিক বাক্য টি লিখ।
৫. প্রশ্ন : পিতার বয়স পুত্রের বয়সের ৪ গুণ। পুত্রের বয়স ১০ বছর হলে, পিতার বয়স কত?
৬. প্রশ্ন : দুইটি সংখ্যার গুণফল ২২৫। একটি সংখ্যা ২৫ হলে, অপর সংখ্যাটি কত?
৭. প্রশ্ন : মা ও ছেলের বয়সের সমষ্টি ৬০ বছর। মার বয়স ছেলের বয়সের 4 গুণ। ছেলের বয়স কত হবে?
৮. প্রশ্ন : ৫ – (৩৬+১৬)÷১৩= কত?
৯. প্রশ্ন : ১-{১-(১-১)}= কত?

psc math suggestion 2023

অধ্যায়-৪ (গাণিতিক প্রতীক)
১. প্রশ্ন : (৭+ক)×৩=৩০ হলে, ‘ক’ এর মান কত?
২. প্রশ্ন : ৪÷২+৩___১৬÷৪+১, খালি ঘরে কি প্রতীক ব্যবহৃত হবে?
৩. প্রশ্ন : ৮ একটি জোড় সংখ্যা কথাটি সত্য না মিথ্যা উক্তি?
৪. প্রশ্ন : (৭×৫)÷৫>৫ উক্তিটি কি সত্য?
৫. প্রশ্ন : ৩×ক<২০ খোলা বাক্যটিতে ক এর মান কেমন হতে পারে?
৬. প্রশ্ন : (ক+৬)÷৩=১২ হলে, এর মান কত?

পিএসসি গণিত পরীক্ষার সাজেশন্স ২০২৩

অধ্যায়-৫ (গুণিতক এবং গুণনীয়ক)

১. প্রশ্ন : ৪,৬ ও ২৪ এর ল সা গু কত?
২. প্রশ্ন : কোন বৃহত্তম সংখ্যা দ্বারা ১২,১৮,২৪ কে নিঃশেষে ভাগ করা যায়?
৩. প্রশ্ন : ১২,২৪,৬ এর লসাগু কত ?
৪. প্রশ্ন : ১৫ এর গুণনীয়ক গুলো লিখ?
৫. প্রশ্ন : ৬ টি খাতা ও ৯ টি পেন্সিল সর্বাধিক কত শিক্ষার্থীর মধ্যে সমানভাবে ভাগ করে দেওয়া যাবে?
৬. প্রশ্ন : ৭ ও ৮ এর লসাগু কত?
৭. প্রশ্ন : ১ কেন মৌলিক সংখ্যা নয়?

অধ্যায়-৬ (ভগ্নাংশ)
অনুশীলনী-৬(ক)
১. প্রশ্ন : ২/৩ এবং ৫/৬ কে লঘিষ্ঠ সমহর বিশিষ্ট ভগ্নাংশে রুপান্তর করলে কত হবে?
২. প্রশ্ন : যে ভগ্নাংশের হর অপেক্ষা লব ছোট তাকে কি বলে?
৩. প্রশ্ন : প্রকৃত ও অপ্রকৃত ভগ্নাংশের মধ্যে ছোট কোনটি?
৪. প্রশ্ন : ২৭/৭২ এর লঘিষ্ঠ আকারে প্রকাশিত রূপ কি?
৫. প্রশ্ন : ২/৭+১/৩= কত?

অনুশীলনী-৬(খ)
১. প্রশ্ন : ৩/৪ কে এর বিপরীত ভগ্নাংশ দ্বারা গুণ করলে গুণফল কত হবে?
২. প্রশ্ন : ১১/১৩ কে ৬ দ্বারা গুণ করলে গুণফল কথা হবে?
৩. প্রশ্ন : ৭/৮ কে ৫ দ্বারা ভাগ করলে ভাগফল কত হবে?
৪. প্রশ্ন : ১০ এর বিপরীত ভগ্নাংশ কত?
৫. প্রশ্ন : যেকোনো ভগ্নাংশকে একই ভগ্নাংশ দ্বারা ভাগ করলে ভাগফল কত হয়?

psc math suggestion 2023

অধ্যায়-৭ (দশমিক ভগ্নাংশ)
অনুশীলনী-৭(ক)

১. প্রশ্ন : ২৫.৩৪৬ সংখ্যাটিতে ৪ এর স্থানীয় মান কত?
২. প্রশ্ন : ০.০৭ কে ৯ দ্বারা গুণ করো?
৩. প্রশ্ন : ০.৯÷৩= কত?

অনুশীলনী-৭(খ)
১. প্রশ্ন : ১ মিটার ফিতার দাম ৫.৩২ টাকা হলে ০.৭৫ মিটার ফিতার দাম কত?
২. প্রশ্ন : ৪.৮২ কে ০.৪ দাড়া গুন করলে গুনফল কত হবে?
৩. প্রশ্ন : ৪৬.৫÷৩.১= কত?
৪. প্রশ্ন : ০.১৮৪৯ কে ০.৪৩ দ্বারা ভাগ করো?
৫. প্রশ্ন : ৯৮.৭÷২১= কত?

psc routine

পিএসসি সাজেশন্স ২০২৩

অধ্যায়-৮ (গড়)

১. প্রশ্ন : ৬ বইয়ের ওজন ৯২৪ গ্রাম হলে, বইগুলোর গড় ওজন কত?
২. প্রশ্ন : ৬ সংখ্যার গড় এর অর্ধেক ৪ হলে, সংখ্যা গুলো সমষ্টি কত?
৩. প্রশ্ন : ৪টি আমের ওজন যথাক্রমে ১৫০ গ্রাম,১৭০ গ্রাম,১৭৫ গ্রাম,১৮৫ গ্রাম হলে আম গুলোর গড় ওজন কত?
৪. প্রশ্ন : ৩ টি সংখ্যার গড় ১৫ ও ২ টি সংখ্যার গড় ২৫ হলে ওই পাঁচটি সংখ্যার গড় কত?
৫. প্রশ্ন : ৩,১৫,২০,১৪ সংখ্যাগুলোর গড় কত?

অধ্যায়-৯ (শতকরা)

১. প্রশ্ন : ৩/৪ কে শতকরায় প্রকাশ করলে কত হবে?
২. প্রশ্ন : কত গ্রাম এর ৫৬% হল ৪২ গ্রাম?
৩. প্রশ্ন : শতকরা লাভ বা শতকরা ক্ষতি কিসের উপর হিসাব করা হয়?
৪. প্রশ্ন : ভগ্নাংশের হর কত দিয়ে শতকরা করা হয়?
৫. প্রশ্ন : ৬৫% কে ভগ্নাংশে প্রকাশ করলে কত হবে?
৬. প্রশ্ন : একটি বইয়ের ক্রয় মূল্য ১৫০ টাকা এবং বিক্রয় মূল্য ১৮০ টাকা। শতকরা কত লাভ হলো?
৭. প্রশ্ন : ক্ষতি নির্ণয়ের সূত্র কি?

psc suggestion 2023 math

Last night math final suggestion is here. I think students can get common question from this suggestions. In 2020 we design this suggestion with some important questions of psc mathematics. This is the best suggestion and the exclusive suggestion is only for you.

অধ্যায়১০ (জ্যামিতি)
১. প্রশ্ন : আয়তের প্রতিটি কোণ কেমন?
২. প্রশ্ন : ৪টি সরলরেখা দ্বারা সীমাবদ্ধ আকৃতি কে কি বলে?
৩. প্রশ্ন : সামান্তরিকের একটি কোণ ৯০° হলে অন্য কোন গুলো কিরূপ হবে?
৪. প্রশ্ন : ত্রিভুজের কর্ণ কয়টি?
৫. প্রশ্ন : বৃত্তের কেন্দ্রগামী জ্যা কি?
৬. প্রশ্ন : ব্যাস ব্যাসার্ধের কত গুণ?

অধ্যায়-১১ (পরিমাপ)
অনুশীলনী-১১(ক)
১. প্রশ্ন : ৭৬৫৪ কেজিতে কত কুইন্টাল?
২. প্রশ্ন : ১ কিলোমিটার = কত মিটার?
৩. প্রশ্ন : সেন্টিমিটার মিটারের কত অংশ?
৪. প্রশ্ন : ৯৮৭৬০০ মিলিমিটারে কত লিটার?
৫. প্রশ্ন : ১০০ গ্রাম= কত হেক্টোগ্রাম?
৬. প্রশ্ন : একটি ত্রিভুজের ভূমি ২ মিটার এবং উচ্চতা ৩ মিটার হলে ক্ষেত্রফল কত?
৭. প্রশ্ন : একটি আয়তাকার ক্ষেত্রের দৈর্ঘ্য 20 মিটার এবং প্রস্থ 10 মিটার হলে ৮. ক্ষেত্রটির ক্ষেত্রফল কত ?
৮. প্রশ্ন : একটি বেঞ্চের দৈর্ঘ্য ১ মিটার ৫০ সেন্টিমিটার হলে, অনুরূপ ২ টি বেঞ্চের মোট দৈর্ঘ্য কত হবে?
৯. প্রশ্ন : ত্রিভুজ ক্ষেত্রের ক্ষেত্রফল নির্ণয়ের সূত্রটি লিখ?
১০. প্রশ্ন : বর্গক্ষেত্রের ক্ষেত্রফল নির্ণয়ের সূত্রটি লিখ।
১১. প্রশ্ন : সামন্তরিকের ক্ষেত্রফল নির্ণয়ের সূত্রটি লিখ?

অধ্যায় ১২ (সময়)
১. প্রশ্ন : অধিবর্ষে ফেব্রুয়ারি মাস কত দিনে হয়?
২. প্রশ্ন : ৩ যুগে কত বছর?
৩. প্রশ্ন : ১৯৫২ সালটি কোন শতাব্দীর?
৪. প্রশ্ন : বৈশাখ মাস কত দিনে হয়?
৫. প্রশ্ন : ইংরেজি কতগুলো মাসে ৩১ দিন করে আছে?
৬. প্রশ্ন : ১ যুগ কি?
৭. প্রশ্ন : এক শতাব্দী কাকে বলে?
৮. প্রশ্ন : এক বছর সমান কত দিন?

psc mathematics suggestion 2023

অধ্যায়-১৩ (উপাত্ত বিন্যাসকরণ)
১. প্রশ্ন : একটি গ্রামের আয়তন ৪ বর্গকিলোমিটার। সে গ্রামে ৪০০০ জন লোক বাস করে। ওই গ্রামের জনসংখ্যার ঘনত্ব প্রতি বর্গ কিলোমিটারে কতজন?
২. প্রশ্ন : ২,৪,৬,৮,১০ উপাত্তগুলো কিরূপ উপাত্ত?
৩. প্রশ্ন : আয়তক্ষেত্রের প্রস্থ বরাবর কি থাকে?
৪. প্রশ্ন : ২০১১ সালের জরিপ অনুযায়ী বাংলাদেশের জনসংখ্যা কত?
৫. প্রশ্ন : লেখচিত্র কি?

অধ্যায়-১৪ (ক্যালকুলেটর ও কম্পিউটার)
১. প্রশ্ন : কম্পিউটারের মূল অংশ কয়টি?
২. প্রশ্ন : ক্যালকুলেটর কি?
৩. প্রশ্ন : হিসাবের ফলাফল পেতে কোন বোতাম চাপতে হবে?
৪. প্রশ্ন : আধুনিক যুগকে কিসের যুগ বলা হয়?
৫. প্রশ্ন : কম্পিউটার কাজ শেষে ফলাফল কোথায় দেখায়?
৬. প্রশ্ন : আধুনিক কম্পিউটারের জনক কে?